Sushmita Sen: ‘বাবার মতোই ভালবাসে মেয়েরা’, প্রাক্তনের কাছে তাই ফিরছেন সুস্মিতা?

শোনা যাচ্ছে বিচ্ছেদের পর নাকি আবারও দেখা করেছেন সুস্মিতা। সুস্মিতা ঘনিষ্ঠ ও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, "সুস্মিতার বাড়ির নিচে রোহমানের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে ওঁর।

Sushmita Sen: 'বাবার মতোই ভালবাসে মেয়েরা', প্রাক্তনের কাছে তাই ফিরছেন সুস্মিতা?
দুই মেয়ে ও রোহমানের সঙ্গে সুস্মিতা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 4:23 PM

বিবৃতি দিয়ে গত ডিসেম্বরে প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা সেন। ভাঙা সম্পর্ক জোরা লাগছে কি আবারও? সৌজন্যে সুস্মিতার দুই মেয়ে? সূত্র বলছে, রোহমানকে বাবার মতোই ভালবাসে তারা। হলই বা মায়ের সঙ্গে বিচ্ছেদ। রোহমানের সঙ্গে নিজেদের সম্পর্ক খারাপ করতে নাকি একেবারেই রাজি নন সুস্মিতার মেয়েরা।

শোনা যাচ্ছে বিচ্ছেদের পর নাকি আবারও দেখা করেছেন সুস্মিতা। সুস্মিতা ঘনিষ্ঠ ও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, “সুস্মিতার বাড়ির নিচে রোহমানের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে ওঁর। এর পর সুস্মিতার বাড়িতে যান রোহমান। সেখানে কিছুক্ষণ থাকেনও। যদিও ওঁদের বিচ্ছেদ হয়েছে তবু সুস্মিতার দুই মেয়ে রেনি ও আলিশার সঙ্গে রোহমানের সম্পর্ক ভীষণ ভাল। দুই মেয়ের জন্য রোহমান সব সময় রয়েছে।” সেই সূত্র আরও জানাচ্ছে রোহমানের সঙ্গে দুই মেয়ের এই বন্ধন মোটেও খারাপ চোখে নিচ্ছেন না সুস্মিতা। বরং তিনি খুশি, তিনি ছাড়াও রোহমানের ভালবাসা পাচ্ছে তাঁর আদরের মেয়েরা।

গত বছরের শেষে সামাজিক মাধ্যমে ব্রেকআপের কথা স্বীকার করে সুস্মিতা লিখেছিলেন, “বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধু রয়েছি। সম্পর্ক বহুদিন আগেই শেষ হয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে। আর জল্পনা নয়। তোমাদের ভালবাসি।”

বিগত বেশ কিছু বছর ধরে একসঙ্গে ছিলেন সুস্মিতা ও রহমান। রহমান মডেল ও সুস্মিতার তুলনায় কম প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সুস্মিতাকে মেসেজ করেছিলেন রহমানই। ভুলবশত তাঁর বন্ধুত্ব গ্রহণ করে ফেলেন সুস্মিতা। এর পর থেকেই শুরু হয় কথাবার্তা। সেখান থেকে কফি ডেট, প্রেম। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও রহমানের সম্পর্ক বেশ ভালই। ইনস্টাগ্রামেও তাঁদের একসঙ্গে বহু পোস্ট। যে মুহূর্তে সুস্মিতা ভক্তরা তাঁদের বিয়ের ঘোষণা শোনার জন্য আগ্রহী, ঠিক সেই মুহূর্তেই এমন এক খবরে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। রোহমানের সঙ্গে বন্ধুত্ব এখনও রয়েছে সুস্মিতার। আর প্রেম? তা তো সময়ই বলবে।