Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিণীতির হাতে এই ব্যাগটা দেখেছেন? দাম শুনলে মাথা ঘুরে যাবে

Parineeti Chopra: পরিণীতির যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হল তাঁর ব্যাগ! হ্যাঁ, ঠিকই শুনছেন? কেন অভিনেত্রীর ব্যাগ নিয়ে এত চর্চা? কারণ সেই ব্যাগের দাম অনেকের সারা বছরের স্যালারির থেকেও বেশি।

পরিণীতির হাতে এই ব্যাগটা দেখেছেন? দাম শুনলে মাথা ঘুরে যাবে
কত দাম ব্যাগের?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 9:59 PM

গত বছর সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের আসর। আপাতত সিনেমা থেকে খানিক দূরেই তিনি। তবে বিয়ের পর করে ফেলেছেন এক বড় কাজ। এই প্রথম বার অভিনয় নয়, মুম্বইয়ে গানের একক লাইভ শো করেছেন তিনি। সেই শো হিট। তবে শো’র থেকেও পরিণীতির যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হল তাঁর ব্যাগ! হ্যাঁ, ঠিকই শুনছেন? কেন অভিনেত্রীর ব্যাগ নিয়ে এত চর্চা? কারণ সেই ব্যাগের দাম অনেকের সারা বছরের স্যালারির থেকেও বেশি।

সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছেন পরিণীতি। পরেছিলেন সাদামাঠা পোশাক। যে টোট ব্যাগটি তিনি নিয়েছিলেন তাতে লেখা ছিল ‘PCC’। তাঁর গোটা নাম– পরিণীতি চোপড়া চাড্ডা। সূত্র জানাচ্ছে, ওই ব্যাগের দাম ১৯৯০ পাউন্ডস। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ২ লক্ষ ৯ হাজার ৬৩৭ টাকা! হাজার হোক সেলেব বলে কথা।

উল্লেখ্য তাঁর বিয়েতে হাজির ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে সানিয়া মির্জা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই। তবে বিয়েতে আসেননি পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মা, মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মেয়ে ব্যস্ত থাকার কারণে বোনের বিয়েতে আসতে পারেননি। গানের কনসার্টেই মনোনিবেশ নাকি আগামী দিনে ফিরবেন ছবিতেও? সেই উত্তরেই মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।

View this post on Instagram

A post shared by @parineetichopra