‘অনুপম কেমন বর?’, প্রশ্ন শুনেই এ কেমন উত্তর প্রশ্মিতার!
Anupam Roy: বরাবরই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে চুপই থেকেছেন প্রশ্মিতা ও অনুপম। দু'জনেরই এটি প্রথম বিয়ে নয়। তাই এই বিয়ে নিয়ে আলোচনা হোক বা লাইমলাইটে আসুক, তা ওঁরা চাননি।
এই মাসেরই গোড়ার দিকে অনুপম রায়কে বিয়ে করেছেন প্রশ্মিতা পাল। নিজের জীবন নিয়ে কখনওই খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে, এ হেন প্রশ্মিতা সম্প্রতি হাজির হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ। সেখানেই রচনার প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি যা করলেন তা দেখে হতবাক ভক্তরা। বিয়ের পর এই প্রথম বার ওই রিয়ালিটি শো’র মঞ্চে আসেন প্রশ্মিতা। অনুপমের সম্পর্কে তাঁকে রচনা যে প্রশ্ন করবেন তা অবাক কাণ্ড নয়! রাখঢাক না করেই সদ্য বিবাহিতা প্রশ্মিতাকে জিজ্ঞাসা করেন, “অনুপম কেমন বর”? তা শুনেই প্রশ্মিতা বলেন, “পরের প্রশ্ন প্লিজ”। আর তাতেই অবাক নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন একটাই, “নতুন বিয়ে করেছেন। প্রশ্ন তো আসতেই পারে। এভাবে এড়িয়ে যাওয়ার কী আছে?” বরাবরই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে চুপই থেকেছেন প্রশ্মিতা ও অনুপম। দু’জনেরই এটি প্রথম বিয়ে নয়। তাই এই বিয়ে নিয়ে আলোচনা হোক বা লাইমলাইটে আসুক, তা ওঁরা চাননি। সেই মতোই বিয়েও করেছিলেন একেবারে চুপিসারে। সেখানে মিডিয়ার প্রবেশ ছিল না। এমনকি ইন্ডাস্ট্রি থেকেও যে সকলে আমন্ত্রণ পেয়েছিলেন এমনটা কিন্তু নয়। হাতেগোনা তারকাকে দেখা গিয়েছিল তাঁদের সেই গেট-টুগেদারে।
এর আগে টিভিনাইন বাংলার কাছে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন প্রশ্মিতা ও অনুপম। কবে থেকে চেনাশোনা তাঁদের? কবে থেকেই বা প্রেম? এ নিয়ে প্রশ্ন করতেই প্রশ্মিতার উত্তর, “আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।” অন্যদিকে অনুপম বলেন, “একটাই অনুষ্ঠান করছি। ২ মার্চ। কলকাতাতেই… টলিউড নয়, পরিবারের মানুষেরাই হাজির থাকবেন, সবাইকে ধন্যবাদ এত শুভেচ্ছার জন্য।” সম্পর্ক নিয়ে চুপ থাকলেও ভাল আছেন ওঁরা, আছেন ভালবাসায়।