১৫ বছর পর ‘ডন-থ্রি’র জন্যই কলম ধরতে পারেন জাভেদ আখতার!

ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সসেল প্রযোজনা সংস্থার প্রযোজিত ছবির গল্প লিখতে চলেছেন জাভেদ আখতার।

১৫ বছর পর ‘ডন-থ্রি’র জন্যই কলম ধরতে পারেন জাভেদ আখতার!
ডন-থ্রি আসছে।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 3:16 PM

মশাল’, ‘সাগর’, ‘লক্ষ্য’, ‘ডন’-এর (২০০৬) মতো ছবি উপহার দিয়েছেন। তারপর জাভেদ আখতার লেখকের চেয়ার থেকে কিছুটা পিছু হটেছিলেন। এও শোনা যাচ্ছিল, আবার কলম ধরতে চলেছেন জাভেদ আখতার। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সসেল প্রযোজনা সংস্থার প্রযোজিত ছবির গল্প লিখতে চলেছেন জাভেদ আখতার।

ছবির গল্প একেবারে মাারকাটারি, যাকে ইংরেজিতে বলে একেবারে অ্যাকশন প্যাক্ড। এবং এ খবর প্রকাশ্যে আসার পর নিশ্চিত যে প্রশ্ন ডানা বাঁধে তা হল ছবির নাম কি ‘ডন-থ্রি’?

আরও পড়ুন ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করজোড়ে ধন্যবাদ অনুপমের

সাক্ষাৎকারে একই প্রশ্ন করা হলে ফিল্মমেকার রিতেশ সিধওয়ানি বলেন, “এটি (ডন-থ্রি) আসবে, তবে কখন তা আমরা জানি না। তবে আমরা চাইছি এটা হোক, আমাদের ঠিকঠাক গল্প পেতে হবে এবং আমরা এটি নিয়ে কাজ করছি।” এমন এক কমার্শিয়াল অ্যাকশন ছবি যেখানে হিরো-ভিলেনের দ্বন্দ রয়েছে তা নিয়ে রীতেশ বলেন, “এটি এমন নয় যে আমরা এই ধরণের গল্প পছন্দ করি না। ফারহান এবং আমি ‘কেজিএফ’-এর মতো ছবির সঙ্গে যুক্ত হওয়ার আগে ছবিটি দেখেছিলাম এবং আমাদের বেশ ভাল লেগেছিল। ফারহানের কাছে বাণিজ্যিক ফিল্ম হল ডন। আমাদের কাছে অর্গ্যানিকালি হতে হবে। আমাদের ব্র্যান্ড ভাল বিষয়বস্তুতে বিশ্বাস করে, তা যে কোনও জঁনার হোক না কেন। আমরা যখন ‘ফুকরে’ করেছি তখন লোকজন হেসেছিল। তারা ভেবেছিল আমরা বোকা। আমি কি দশজন লোককে নিয়ে একটি অ্যাকশন ফিল্ম করব? আমি করব, তবে আমি অন্যভাবে এটি উপস্থাপন করব।”