Rhea Chakraborty: ‘রোডিজ’-এর দিল্লি অডিশনে গিয়ে কী অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিয়া?
Rhea Chakraborty: এক রিয়ালিটি শো'র মেন্টর হয়েই তিন বছর পর কাজে ফিরছেন বিতর্কিত নায়িকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হল ওই শো'র অডিশন। হাজির ছিলেন রিয়াও।

এক রিয়ালিটি শো’র মেন্টর হয়েই তিন বছর পর কাজে ফিরছেন বিতর্কিত নায়িকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হল ওই শো’র অডিশন। হাজির ছিলেন রিয়াও। সুশান্ত কাণ্ডের পর রিয়াকে কীভাবে দর্শক নেন তা নিয়ে চিন্তায় ছিলেন শো’র নির্মাতারাও। সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হল তাঁর? শুনুন রিয়ার মুখ থেকেই। এক বিবৃতিতে রিয়া বলেছেন, অভিজ্ঞতা নাকি দারুণ। তাঁর কথায়, “ভীষণ ভাল অভিজ্ঞতা। আজ যে সব ছেলে মেয়েরা হাজির ছিলেন তাঁদের থেকে যে পরিমাণ ভালবাসা আমি পেয়েছি তা ভাষায় ব্যক্ত করতে পারব না। ভীষণ ভাল লাগছে ফিরতে পেতে। ১৪ জুন ২০২০– মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ থেকে শুরু করে তাঁর চরিত্রের কাঁটাছেঁড়া– একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে অন্তরালে নিয়ে যান তিনি।তবে অবশেষে তিনি ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ব্যক্তিগত জীবনেও অনেকটাই এগিয়ে গিয়েছেন রিয়া।
বলিউডের গুঞ্জন রিয়া এই মুহূর্তে সিঙ্গল নন। তাঁর প্রেমিকের নাম বান্টি সাজদেহ। কে এই বান্টি? কী তাঁর পরিচয়? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের ‘ম্যানেজ’ করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন– এ সবই দেখার দায়িত্ব ওই সংস্থার। জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও ‘ম্যানেজ’ করত বান্টির এই সংস্থা। যখন রিয়াকে নিয়ে কাটাছেঁড়া চলেছিল, চলেছিল মিডিয়া ট্রায়াল, তখন অভিনেত্রী নাকি পাশে পেয়েছিলেন বান্টিকে। আর সেই নির্ভরতা থেকেই নাকি প্রেমটা হয়ে গিয়েছে দুজনের। যদিও দুজনেরই কেউই এখনই এই প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ। আপাতত তিনি কাজে ফোকাসড।





