প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফর্ড
কেরিয়ারের প্রথম থেকেই নিজের স্টাইলের অভিনয়ের দর্শকদের মন জয় করে ফেলেছিলেন রবার্ট। থিয়েটারের মঞ্চ থেকে হলিউডের পর্দায় তাঁর যাত্রাকে অনেকেই হলিউডের নবজাগরণ নামে সম্বোধন করেন। প্রথম থেকেই তিনি ঠিক করেছিলেন বক্স অফিসে ব্যবসার পাশাপাশি কীভাবে দর্শকদের বিনোদন দিতে হয় সঙ্গে সামাজিক বার্তা দিতে হয় তাঁর ফর্মূলাটা শিখে ফেলেছিলেন।

প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওটাওয়াতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৯।
কেরিয়ারের প্রথম থেকেই নিজের স্টাইলের অভিনয়ের দর্শকদের মন জয় করে ফেলেছিলেন রবার্ট। থিয়েটারের মঞ্চ থেকে হলিউডের পর্দায় তাঁর যাত্রাকে অনেকেই হলিউডের নবজাগরণ নামে সম্বোধন করেন। প্রথম থেকেই তিনি ঠিক করেছিলেন বক্স অফিসে ব্যবসার পাশাপাশি কীভাবে দর্শকদের বিনোদন দিতে হয় সঙ্গে সামাজিক বার্তা দিতে হয় তাঁর ফর্মূলাটা শিখে ফেলেছিলেন। ‘ওয়ার হান্ট’ ‘বুচ ক্যাসকেডি অ্যান্ড দ্য সানডান্স কিড’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’, ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’র মতো জনপ্রিয় ছবিতেও তাঁর অভিনয় জনপ্রিয়। শুধু অভিনয় না,পরিচালক হিসাবেও তিনি ছিলেন স্বনামধন্য। ৪০ বছর বয়সে এসে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। তাঁর পরিচালনায় বারবার ধরা পড়েছে সাধারণ মানুষের জীবনের নানা দিক। তাঁর ‘অর্ডিন্যারি পিপল’ ছবির জন্য অস্কারও জিতে ছিলেন রবার্ট।
রবার্ট রেডফোর্ড ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সানডান্স ইনস্টিটিউট। অভিনেতার হাত ধরে শুরু হয় ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’। ২০১৮ সালে অভিনয় থেকে অবসর নেন তিনি। তবে পরবর্তীতে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবির হাত ধরে ফের পর্দায় ফেরেন। কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
