AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবেগপ্রবণ সলমন, কোন গায়ককে নিয়ে পোস্ট তারকার?

অভিনেতা সলমন খান গায়ক-গীতিকার জোনাস কনরকে উৎসর্গ করে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জোনাসের প্রতিভার প্রশংসা করেছেন। এক্স-এ সলমন লেখেন, তিনি কখনও কোনও ১৫ বছর বয়সীকে তার কষ্টকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখেননি।

আবেগপ্রবণ সলমন, কোন গায়ককে নিয়ে পোস্ট তারকার?
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 7:26 AM
Share

অভিনেতা সলমন খান গায়ক-গীতিকার জোনাস কনরকে উৎসর্গ করে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জোনাসের প্রতিভার প্রশংসা করেছেন। এক্স-এ সলমন লেখেন, তিনি কখনও কোনও ১৫ বছর বয়সীকে তার কষ্টকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখেননি। সলমন তাঁর অনুরাগীদের অনুরোধ করেছেন এমন প্রতিভাকে সমর্থন জানাতে।সলমন একটি ছবি শেয়ার করেছেন যেখানে জোনাস বাইরে বসে গিটার বাজাচ্ছেন।

সলমন পোস্টটি শেষ করেন এই বার্তায়, “এমন বাচ্চাদের যদি আমরা সমর্থন না করি, তা হলে আর কী করলাম? ভাই ও বোনেরা, এটা ইংরেজিতে হলেও, আমাদের এখানেও এমন অনেক প্রতিভা আছে। তাদের উৎসাহ দাও, শোষণ করো না।” সলমনের পোস্টের প্রতিক্রিয়ায় একজন অনুরাগী লিখেছেন,  “প্রতিভা বয়সের উপর নির্ভর করে না। পরিস্থিতিই অনেক কিছু শিখিয়ে দেয়। এই ১৫ বছর বয়সী ছেলেটিকে অনেক অভিনন্দন।” আরেকজন লেখেন, “সলমন ভালো বলেছে, এমন একটি বাচ্চাকে উত্‍সাহ দেওয়া সত্যিই প্রশংসনীয়।” কেউ মন্তব্য করেন, “সঙ্গীত সীমাহীন—ভাষা, বয়স কিংবা দেশ কোনও বাধা নয়।” আরও একটি মন্তব্যে লেখা হয়, “চমৎকার পরামর্শ ও উদ্যোগ।” আরেকজন লেখেন, “যুব প্রতিভাদের পাশে থাকুন সব সময়ে।”

জোনাস কনর যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাসিন্দা। তিনি কান্ট্রি ও ফোক ঘরানার সংমিশ্রণে গান করেন। তার একটা গান গত বছর মুক্তি পায় এবং এক মাসের মধ্যেই ২০ লাখের বেশি স্ট্রিম অর্জন করে। মাত্র ১২ বছর বয়সে জোনাস টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হন। তিনি নিজেই গান লেখেন এবং অনলাইনে শেয়ার করেন। সদ্য ১৬ বছরে পা রাখা জোনাসের বর্তমানে ৩ মিলিয়নের বেশি স্পটিফাই স্ট্রিম এবং ৫২১ হাজার ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭০৭ হাজারের বেশি।