‘কিং’ সেটে চোট পাননি শাহরুখ, আঘাতের খবর ভুয়ো? কোন সত্যি এল সামনে
শাহরুখ খান কিং ছবির সেটে ১৯ জুলাই কোনও চোটই নাকি পাননি। অতীতে পেয়েছিলেন। তারই চিকিৎসা চলছে। আর সেই কারণেই এই মাসের মাঝেই তিনি বিদেশে উড়ে গিয়েছেন রুটিন চেকআপের জন্যে।

শনিবার সকাল থেকেই শাহরুখ খানের অনুরাগীদের ঘুম উড়েছে। মুহূর্তে সর্বত্র খবর ছড়িয়ে পড়ে, কিং সেটে চোট পেড়েছেন তিনি। পেশিতে আঘাত লাগার কারণে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্যে বিদেশে। শাহরুখ খানকে নিয়ে এমন খবরে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে সকলের কপালে। সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করতে থাকেন সকলে। শাহরুখের অসুস্থতার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শোনা যায় এখন আঘাতের কারণে তিনি নাকি একমাস শুট করতে পারবেন না। অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে এই আঘাত। তারপর থেকেই নেটপাড়ায় শোরগোল। তবে ঘটনার একদিন কাটতে না কাটতেই সামনে এল অন্য খবর।
শাহরুখ খান কিং ছবির সেটে ১৯ জুলাই কোনও চোটই নাকি পাননি। অতীতে পেয়েছিলেন। তারই চিকিৎসা চলছে। আর সেই কারণেই এই মাসের মাঝেই তিনি বিদেশে উড়ে গিয়েছেন রুটিন চেকআপের জন্যে। NDTV-র রিপোর্ট অনুযায়ী, শাহরুখের ঘনিষ্ঠসূত্রে খবর তিনি একেবারেই সুস্থ করেছেন। যে চিকিৎসা চলছে তা তাঁর পুরোনো চোটের। ফলে বর্তমানে তাঁকে নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে কা ভিত্তিহীন। যদিও এই প্রসঙ্গে শাহরুখের টিমের পক্ষ থেকে কোনও বিবৃতিই দেওয়া হয়নি। তবে স্বস্তি ফিরল তাঁর অনুরাগীদের মনে। জানা যাচ্ছে বর্তমানে চিকিৎসায় রয়েছেন তিনি। এই মাসের শেষেই দেশে ফিরছেন কিং খান। শুটিং শিডিউলে দেরি হওয়ার কারণে শুটের মাঝেই শাহরুখকে বেরিয়ে যেতে হল বলে খবর।
