মল্লিকা শেরাওয়াতের প্রতি আরিয়ানের দুর্বলতা! শুনেই শাহরুখ বললেন…
Shah Rukh Khan: সাংবাদিক হোক কিংবা আমজনতা তাঁকে প্রশ্ন করে কেউ উত্তর পাননি এমনটা হয়নি কখনও। খুব কম জনই আছেন যিনি শাখরুখ খানের মতো কথা দিয়ে মানুষের মন জয় করে নিতে পারেন। তেমনই যদি নায়ককে কেউ ঘুরিয়ে প্রশ্ন করেছেন, তাঁকেও সটান উত্তর দিতে দ্বিতীয়বার ভাবেন না। ঠিক যেমনটা করেছিলেন সেই বার এক সাক্ষাত্কারে।
সাংবাদিক হোক কিংবা আমজনতা তাঁকে প্রশ্ন করে কেউ উত্তর পাননি এমনটা হয়নি কখনও। খুব কম জনই আছেন যিনি শাখরুখ খানের মতো কথা দিয়ে মানুষের মন জয় করে নিতে পারেন। তেমনই যদি নায়ককে কেউ ঘুরিয়ে প্রশ্ন করেছেন, তাঁকেও সটান উত্তর দিতে দ্বিতীয়বার ভাবেন না। ঠিক যেমনটা করেছিলেন সেই বার এক সাক্ষাত্কারে। সঞ্চালক আচমকাই শাহরুখকে প্রশ্ন করে বসেন যা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও নায়ক নিজেকে সামলে নেন।
নায়ককে প্রশ্ন করা হয়েছিল যদি তাঁর ছেলে আরিয়ান খানের মল্লিকা শেরাওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয় তাহলে তিনি কী করবেন? না এই প্রশ্ন শুনে একেবারেই রেগে জাননি তিনি। উল্টে মজার ছলে উত্তর দিয়েছিলেন সঞ্চালককে। হাসতে হাসতে শাহরুখ জবাব দেন, “মল্লিকাকে যদি আমার ছেলের পছন্দ হয় নিশ্চয়ই তার সঙ্গে খেলবেই আর কী করবে। আমি বলব আমায়ও একটু খেলার সুযোগ করে দিতে।” যে সময় এই সাক্ষাত্কারটি দিয়েছিলেন তিনি তখন অনেক ছোট ছিল আরিয়ান। বর্তমানে ভাইরাল নায়কের সেই পুরনো ভিডিয়ো।
ছেলে আরিয়ানও এখন অনেকটাই বড়। নিজের ব্যবসা শুরু করেছেন। পরিচালক হওয়ার শখ তাঁর। শাহরুখ খান প্রথম থেকেই সন্তানদের নিয়ে বিশেষ যত্নশীল। কাজের ফাঁকে যতটা সময় পারেন সন্তানদের দেওয়ার চেষ্টা করতেন তিনি। স্টারকিড বলে কথা, বাইরের জগতে তিনি তাঁর সন্তানদের নিয়ে যথেষ্ট সচেতন। আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তিনি কোনও মন্তব্য করার সময় বেশ আবেগঘন হয়ে পড়েন। প্রতিটা ক্ষেত্রেই তিনি বার বার বলেছেন, তাঁর সন্তানদের তিনি লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতেই চেয়েছেন। আর পাঁচটা পরিবারে যেভাবে সন্তানরা বড় হয়, সেভাবেই তিনি তাঁর সন্তানদের বড় করার চেষ্টা করেন। কেরিয়ার, অভিনয় নিয়ে প্রাথমিকভাবে তিনি ভাবতে ছিলেন না-রাজ। তাঁর কথায় সবার আগে তাঁর সন্তানরা যেন লেখাপড়াটা যত্নসহকারে করে।