ছোটপর্দায় ফিরছেন সোমরাজ, সঙ্গে থাকছেন অভিষেক-কন্যা সাইনা
দর্শকদের কাছে আবার এক নতুন খবর নিয়ে এলো TV9 বাংলা । অভিনেতা সোমরাজ মাইতি আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়। জি বাংলার পর্দায় আবার দেখা যাবে সোমরাজকে প্রধান চরিত্রে। টলিপাড়ায় খোঁজ নিয়ে জানা গেল, খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিকের কাজ।

নতুন বাংলা ছবির সন্ধানে যেমন সিনেপ্রেমীরা থাকেন ঠিক সেভাবেই ছোটপর্দার নতুন ধারাবাহিকের খোঁজ রাখেন আপামর বাঙালি দর্শক। কোন চ্যানেলে কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে বা কোন অভিনেতা আবার ধারাবাহিকে ফিরছেন? দর্শকদের কাছে আবার এক নতুন খবর নিয়ে এলো TV9 বাংলা । অভিনেতা সোমরাজ মাইতি আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়। জি বাংলার পর্দায় আবার দেখা যাবে সোমরাজকে প্রধান চরিত্রে। টলিপাড়ায় খোঁজ নিয়ে জানা গেল, খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিকের কাজ। এর আগে জি বাংলার ‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিকের আবির চরিত্রের জন্য পরিচিত সোমরাজ। এছাড়াও ‘টেক্কা রাজা বাদশা’, ‘কুঞ্জছায়া’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
বেশ কিছু সিনেমা বা ওয়েব সিরিজেও অভিনয় করে ফেলেছেন সোমরাজ। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে তাঁর ছবি ‘দেবী’। তবে এরই মধ্যে আরও একবার তিনি ছোটপর্দায় ফিরছেন বলেই খবর। ধারাবাহিকের নাম এখনও জানা না গেলেও, সূত্র বলছে অর্গ্যানিক প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দাতেও আবার কাজ করতে চলেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। নতুন এই ধারাবাহিকে নতুন বেশ কিছু চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। কিছুদিন আগে টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে ধারাবাহিকের প্রযোজনা সংস্থাগুলির দীর্ঘ আলোচনার পর খুশি দু’ পক্ষই। ওয়াকিবহল মহলের মত, আশা করা যায়, টলিপাড়ায় এখন জোরকদমে চলবে বিভিন্ন প্রোজেক্টের কাজ। এখন অপেক্ষায় দর্শক মহল। সোমরাজ মাইতি আর অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনার ছোটপর্দায় ফেরা নিয়ে।
