করিশ্মা নয়, শিল্পার পরিবর্তে সুপার ডান্সারের মঞ্চে থাকবেন এই কিংবদন্তী বাঙালি নায়িকা
সুপার ডান্সারের মঞ্চে তাঁর পরিবর্তে গত সপ্তাহে দেখা গিয়েছিল কপিল শর্মাকে। এ বার দেখা গেল আরও এক চেনা মুখকে। যিনি একসময় শিল্পার প্রতিযোগী হিসেবেও গণ্য হতেন। তিনি সোনালী বেন্দ্রে।
স্বামী রাজ কুন্দ্রা জেলে। পর্নোগ্রাফি দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য তাঁকে গ্রেফতার করেছেন মুম্বই পুলিশ। স্বাভাবিকভাবেই সমস্যায় রয়েছেন স্ত্রী ও অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁকেও জেরা করা হয়েছে। কর্মজীবনেও ব্যাঘাত ঘটেছে শিল্পা শেট্টির।
সুপার ডান্সারের মঞ্চে তাঁর পরিবর্তে গত সপ্তাহে দেখা গিয়েছিল কপিল শর্মাকে। এ বার দেখা গেল আরও এক চেনা মুখকে। যিনি একসময় শিল্পার প্রতিযোগী হিসেবেও গণ্য হতেন। তিনি সোনালী বেন্দ্রে। এখানেই শেষ নয়, দেখা যাবে কিংবদন্তী বাঙালি অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়কেও। এখানেই শেষ নয়, শো’র অন্যতম প্রতিযোগী ফ্লোরিনার জন্য নাকি উপহারও নিয়ে আসতে দেখা যাবে সোনালী ও মৌসুমীকে। অনুরাগ বসুকে দেখা যাবে সোনালীকে হেড ম্যাসাজ দিতেও।
সোমবারই ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন শিল্পা। স্বামীর গ্রেফতারি ও বর্তমান অবস্থা নিয়ে প্রথম বার মুখ খুলেছেন তিনি। লিখেছিলেন, “হ্যাঁ, বিগত বেশ কিছু দিন আমাদের জন্য বেশ চ্যালেঞ্জের ছিল। অনেক গুঞ্জন, অনেক অভিযোগের পাহাড় পেরতে হয়েছে আমাদের। মিডিয়া ও আমাদের তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের থেকে অনেক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হতে হয়েছে আমাদের। অনেক ট্রোলিং… অনেক প্রশ্ন… শুধু আমাকে নয়, আমার পরিবারকেও যেতে হয়েছে এর মধ্যে দিয়ে।”
শিল্পা আরও যোগ করেন, “আমার কী বক্তব্য? আমি এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করিনি। করবও না, কারণ গোটা ব্যাপারটি আইনের আওতাবদ্ধ। তাই আমার মুখে কোনও উক্তি বসানো বন্ধ করুন। আমার জীবনদর্শ বলে, আমি সেলিব্রিটি তাই , ‘অভিযোগ কোরো না, কাউকে কিছু ব্যাখ্যা করতেও যেও না।’ আমি একটা কথাই বলব। তদন্ত চলছে। মুম্বই পুলিশ ও ভারতীয় বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”
আরও পড়ুন- সৃজলা হাফ-মেক্সিকান, জন্মেছে ও দেশেই, তাও ওর বাংলা উচ্চারণে আমি মুগ্ধ: রোহন