AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: হল না প্রথম জামাইষষ্ঠী! সুদীপ্তা-সৌম্যর মধ্যে ঝামেলা? জানুন কারণ

Tollywood Gossip: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল জামাইষষ্ঠী। টলিপাড়ার জামাইরা মেতে উঠেছিলেন সেলিব্রেশনে। গৌরব চট্টোপাধ্যায় থেকে নীল ভট্টাচার্য বাদ ছিলেন না কেউই। ভক্তদের নজর ছিল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

Tollywood Gossip: হল না প্রথম জামাইষষ্ঠী! সুদীপ্তা-সৌম্যর মধ্যে ঝামেলা? জানুন কারণ
সুদীপ্তা-সৌম্য।
| Edited By: | Updated on: May 26, 2023 | 1:20 PM
Share

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল জামাইষষ্ঠী। টলিপাড়ার জামাইরা মেতে উঠেছিলেন সেলিব্রেশনে। গৌরব চট্টোপাধ্যায় থেকে নীল ভট্টাচার্য বাদ ছিলেন না কেউই। ভক্তদের নজর ছিল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এমনিতে সামাজিক মাধ্যমে তিনি খুবই সক্রিয়। কিন্তু জামাইষষ্ঠীতে এল না কোনও পোস্ট। এল না কোনও উদযাপনের ছবিও। তবে কি সংসারে অশান্তি? এই সবই যখন ভাবছেন তাঁর ভক্তরা ঠিক তখনই আসল সত্যি জানালেন সুদীপ্তা। না বক্সি বাড়ির আদরের স্ত্রীর সাংসারিক জীবনে ওঠেনি কোনও ঝড়। বিয়ের জন্য লম্বা ছুটি নিয়েছিলেন সুদীপ্তা। তাই জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি পাননি তিনি। হয়নি সেলিব্রেশনও। গতকাল সারাদিন কেটেছে শুটিং করেই। তবে দেরিতে হলেও সেলিব্রেশন হবে। আগামী রবিবার তাঁর ছুটি। তাই ওই দিনটিই সেলিব্রেশনের জন্য ঠিক করে নিয়েছেন সুদীপ্তা। ওই দিন চুটিয়ে ভুরিভোজ হবে বন্দ্যোপাধ্যায় বাড়িতে। হাজির থাকবেন সৌম্যও। ভক্তরা নিশ্চিত সে ছবি হাজির হবে তাঁর সামাজিক মাধ্যমের পাতায়।

এই মাসেরই প্রথম দিকে বিয়ে করেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বামী তৃণমূল নেতা সৌম্য বক্সী, স্মিতা বক্সীর ছেলে। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সুদীপ্তার। সম্পর্ক নিয়ে কোনওদিনই সেই অর্থে লুকোছাপা করেননি সুদীপ্তা। প্রথম থেকেই ঠিক ছিল বিয়েই করবেন। বিয়েতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বেনারসীর সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনি। শুধু সাজপোশাকই নয়, খাবারদাবারেও দেখা গিয়েছিল ভরপুর বাঙালিয়ানা। একটা সময় ২২০০ টাকার জন্য বাড়ির কেবল কানেকশন কেটে নেওয়া হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। লড়াই শুরু হয়েছিল তখন থেকেই। আর সেই লড়াইয়েই সফল নায়িকার এই নতুন জীবনে সামিল হয়েছিলেন সকলেই।

এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই শুটিংয়ের কারণেই বাদ পড়েছে উদযাপন। আপাতত রবিবারের দিকে তাকিয়ে তাঁর ভক্তকুল। তা যে সামাজিক মাধ্যমে আসবেই, তা একপ্রকার নিশ্চিত তাঁরা।