জয়পুর যাওয়ার বিমানে রেশমি, রিয়াদের থেকে কী পেলেন রচনা? অভিনেত্রী আবেগতাড়িত লহমায়
Rachana Banerjee: এক বেসরকারী বিমান সংস্থার বিমানে যাত্রা করেছেন রচনা। কলকাতা থেকে জয়পুরে যাচ্ছিলেন তিনি। সেই বিমানের কর্মীরা তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। গোটা যাত্রাতেই রচনাকে দেখে তাঁরা মুগ্ধ। রচনাও তাঁদের সেবা পেয়ে যারপরনাই তুষ্ট হয়েছেন খুব।
বিমানবন্দরে কিংবা বিমানেও অনেক ধরনের ঘটনা ঘটে। কখনও খারাপ, কখনও ভাল। আমজনতা থেকে শুরু করে তারকা, বিমানবন্দর কিংবা বিমানে ঘটে যাওয়া ভাল-মন্দ ঘটনা সামাজিক মাধ্যমের পাতায় তুলে ধরেন তাঁরা। কখনও বিমান দেরিতে ছাড়ার জন্য অভিযোগ ওঠে। শোনা যায়, কর্মীদের দুর্ব্যবহারের ঘটনাও। কখনও আবার ঘটে যায় দারুণ মন ভাল করার মতো বিষয়ও। সম্প্রতি সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘দিদি নম্বর ওয়ান’ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
এক বেসরকারী বিমান সংস্থার বিমানে যাত্রা করেছেন রচনা। কলকাতা থেকে জয়পুরে যাচ্ছিলেন তিনি। সেই বিমানের কর্মীরা তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। গোটা যাত্রাতেই রচনাকে দেখে তাঁরা মুগ্ধ। রচনাও তাঁদের সেবা পেয়ে যারপরনাই তুষ্ট হয়েছেন খুব। বিমান থেকে নামার সময় ভালবাসায় ভরা চিঠি বিমান সেবিকারা উপহার দিলেন রচনাকে। এবং সেই চিঠি তিনি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমের পাতায়। তাতে লেখা আছে, “আপনাদের আমাদের মাঝে পেয়ে আমরা দারুণ আনন্দ পেয়েছি। হাজার-হাজার মানুষের অনুপ্রেরণা আপনি। আপনার সঙ্গে আলাপ হয়ে আমরা আপ্লুত। অনেক ভালবাসা, সম্মান জানালাম…”। এই চিঠির সঙ্গে কিছু সুস্বাদু খাবারও বিমানসেবিকারা উপহার দিয়েছেন রচনাকে। তাঁদের সঙ্গে ছবি পোস্ট করে রচনাও ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
View this post on Instagram
বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দেব–সকলেরই নায়িকা হয়েছেন রচনা। তিনি একটি জনপ্রিয় গেম শো দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা। খুবই দক্ষতার সঙ্গে সেই নন-ফিকশন শোয়ের সঞ্চালনা করেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিজীবন নিয়েও আলোচনা হয় প্রচুর। তবে ব্যক্তিত্বময়ী রচনা সবটাই সামাল দেন দক্ষতার সঙ্গে।