Video: ৩৮ বছর বয়সে প্রেম ভাঙে লোপামুদ্রার! কেন বলেন, ‘আমি প্রেমিকা হিসেবে উপযুক্ত নই…’
Lopamudra Mitra: ৩৮ বছর বয়সে প্রেম দাগা খেয়েছেন গায়িকা লোপামুদ্রা মিত্র। অগুনতি শ্রোতার সামনে গান গাওয়ার ফাঁকে সেই সত্য প্রকাশ করেন গায়িকা। সেই সঙ্গে এও বলেন, "আমি প্রেম করার জন্য উপযুক্ত মানুষ নই।"
মঞ্চে গান গাইতে উঠে নিজের জীবনের অনেক অজানা কথাই গায়ক-গায়িকারা শেয়ার করেন শ্রোতাদের সঙ্গে। তেমনই মনের গহনে লুকিয়ে থাকা এক সত্য জানালেন গায়িকা লোপামুদ্রা মিত্র। প্রেম ভাঙার এক কঠিন সত্য তুলে ধরেছিলেন সকলের সামনে। জানিয়েছেন, ৩৮ বছর বয়সে প্রেমে পড়েছিলেন। সেই প্রেমে আঘাতও পেয়েছিলেন খুব। মুখে হাসি নিয়ে কথাটা জানিয়েছেন লোপামুদ্রা মিত্র। ভাইরাল সেই ভিডিয়ো। মেরুন রঙের শাড়ি পরে মঞ্চে গাইতে উঠেছিলেন লোপামুদ্রা। সামনে অগুনতি মুগ্ধ দর্শক। গানের ফাঁকে হঠাৎই নিজের জীবনের এক গোপন সত্য প্রকাশ্যে আনলেন লোপামুদ্রা। কথার সূত্রপাত–কোনও এক শ্রোতার ১৮ বছর বয়সের প্রেম এবং প্রেমে বিচ্ছেদ-যন্ত্রণার কথা জানতে পেরে আফসোস প্রকাশ করেন গায়িকা। সেই প্রসঙ্গে বলেন, তিনিও সে রকমই এক প্রেমে আঘাত পেয়েছেন। কিন্তু সেই প্রেম তাঁর জীবনে আসে অনেক পরে।
মুখে হাসি নিয়েই কথাগুলো বলছিলেন লোপামুদ্রা। তিনি বলেছিলেন, “আমার একটা ধেড়ে বয়সে প্রেম হয়েছিল জানেন। তখন আমার ৩৮ বছর বয়স। একটা প্রেম এসেছিল জীবনে। কিন্তু সেই প্রেমে আমি দাগাও খেয়েছি। আমার মনে হয়, প্রেম করার জন্য উপযুক্ত পাত্রী নই আমি।”
এই লোপামুদ্রার কণ্ঠেই ফুটে উঠেছে অসংখ্য প্রেম-বিচ্ছেদ-বিরহের গান। জয় গোস্বামীর কবিতা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’-এর মিউজ়িক ভার্সান ‘বেণীমাধব’ শোনেননি, এমন বাঙালিও খুঁজে পাওয়া কঠিন। উল্লেখ্য, লোপামুদ্রা মিত্র সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁর সঙ্গীত পরিচালক স্বামী জয় সরকারের সঙ্গে। দুই তারকায় দারুণ ভাল আছেন।