Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devi Chowdhurani Cannes: বাংলার ছবি এবার কান-এ! লাইমলাইটে ‘দেবী চৌধুরানী’

Bengali Movie: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোফাইল থেকে এই খবর শেয়ার হওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয় খবর। সকলেই শুভেচ্ছা বার্তা জানাতে থাকে ছবির টিমকে। 

Devi Chowdhurani Cannes: বাংলার ছবি এবার কান-এ! লাইমলাইটে  'দেবী চৌধুরানী'
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 12:21 PM

একের পর এক বিগ প্রজেক্ট এখন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে। কখনও বলিউড, কখনও টলিউড, দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। সামনেই আরও এক ছবির কাজ শুরু। সদ্য মুম্বই নগরীতে বেশ কিছুদিন ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখান থেকে ফিরেই এবার তিনি হাত দিয়েছেন তাঁর আগামী ছবি দেবী চৌধুরানীতে। এই ছবিতে তিনি ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন। তবে এবার তিনি এমন এক খবর দিলেন, যা শোনা মাত্রই সকলে চমকে গেলেন। খুশির হাওয়া বাংলা সিনে পাড়ায়। প্রথম কোনও বাংলা ছবির মোশন পোস্টার মুক্তি পেতে চলেছে কান চলচ্চিত্র উৎসবে।

১৬ মে থেকে শুরু হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ মে পর্যন্ত। গোটা বিশ্বের সামনে মুক্তি পেতে চলেছে এই ছবির মোশন পোস্টার। সামনে আসবে লুক। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই সকলের সামনে এসেছে। তবে দেবী চৌধুরানী বাংলার পর্দায় এই প্রথম নয়। তবে এবার লার্জ স্কেলে তৈরি করা হচ্ছে ছবিকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নির্ভর এই ছবি ঘিরে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে।

মোট সাত ভাষায় আসতে চলেছে এই ছবি। যা ঘিরে সকেলর মাঝে উত্তেজনার পারদ তুঙ্গে। বাংলা, হিন্দি, তামিল, তুলুগু, মালায়লম প্রভ়ৃতি ভাষায় এই ছবি মুক্তি পেতে চলেছে সোশ্যাল মিডিয়ায়। গোটা দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয়ে থাকছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বনিক ও কিঞ্জল। ছবি মুক্তি পাবে ২০২৪ সালে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোফাইল থেকে এই খবর শেয়ার হওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয় খবর। সকলেই শুভেচ্ছা বার্তা জানাতে থাকে ছবির টিমকে।