AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: টলিপাড়ায় নতুন ‘বোনুয়া? রাতপার্টিতে শুরু নতুন রসায়ন

Tollywood Gossip: এতদিন নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর বন্ধুত্বের চর্চা ছিল টলিপাড়ায়। একে অপরকে তাঁরা ডাকতেন 'বোনুয়া' বলে। এর পদ গঙ্গা-পদ্মা দিয়ে জল গড়িয়েছে অনেক দূর... তাঁদের সম্পর্কের অবনতি-উন্নতি দখল করেছে পেজ-থ্রির শিরোনাম।

Tollywood Gossip: টলিপাড়ায় নতুন 'বোনুয়া? রাতপার্টিতে শুরু নতুন রসায়ন
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 9:07 PM
Share

এতদিন নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর বন্ধুত্বের চর্চা ছিল টলিপাড়ায়। একে অপরকে তাঁরা ডাকতেন ‘বোনুয়া’ বলে। এর পদ গঙ্গা-পদ্মা দিয়ে জল গড়িয়েছে অনেক দূর… তাঁদের সম্পর্কের অবনতি-উন্নতি দখল করেছে পেজ-থ্রির শিরোনাম। সে যাই হোক, সোশ্যাল মিডিয়া জানান দিচ্ছে টলিপাড়ায় আগমন ঘটেছে নতুন ‘বোনুয়া’দের। কে বলে নায়িকারা বন্ধু হতে পারে না? এই বস্তাপচা কয়নেজের মুখে ছাই দিয়ে রীতিমতো পার্টি করে ফেললেন তিন দাপুটে নায়িকা। শহরের পানশালায় তাঁদের নিশিযাপন দেখে অবাক হবেন আপনিও। কে এই তিন মোহময়ী? শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মৌনী রায়। এক রিয়ালিটি শো-য়ে এতদিন তিন জনকেই দেখা গিয়েছেন বিচারক হিসেবে। তবে শুধু সহ-বিচারক হিসেবেই যে তাঁদের রসায়ন আর আটকে নেই, সে কথাই জানান দিচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে ব্যস্ত তিনজনেই, কিন্তু ‘বং কানেকশন’ একেবারে অটুট। কালো পোশাকে নিজেদের সাজিয়েছিলেন তিন জনেই। হাজির ছিলেন মৌনি রায়ের ভাইও। ছবি এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, গত বছরটা বেশ ভালই চলেছিল মৌনী রায়ের। হাইবাজেট ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর অংশ ছিলেন তিনি। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই ব্যবসা করেছিল। অন্যদিকে এ বছরে শ্রাবন্তীর পর পর কাজ। আগামী মাসেই লন্ডন উড়ে যাবেন তিনি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। ব্যস্ত শুভশ্রী। সংসার ও সন্তান সামলেও কাজ করছেন চুটিয়ে। তবে এরই মধ্যে ‘গার্লস নাইট আউট’— নিজেদের জন্য সময় বার করা, মন্দ কী?