Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Param-Piya: মেন্যুতে ভরপুর বাঙালিয়ানা, অতিথিদের কী খাওয়ালেন পরম-পিয়া?

Param-Piya: যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসর বসিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। একেবারেই ঘরোয়া ভাবে পালিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে যে ছোট্ট রিসেপশনের আয়োজন করা হয়েছিল তাতে ছিল আড়ম্বর।

Param-Piya: মেন্যুতে ভরপুর বাঙালিয়ানা, অতিথিদের কী খাওয়ালেন পরম-পিয়া?
বাড়তি পাওনা ঈশা সাহা, বিক্রম চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 3:55 PM

যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসর বসিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। একেবারেই ঘরোয়া ভাবে পালিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে যে ছোট্ট রিসেপশনের আয়োজন করা হয়েছিল তাতে ছিল না আড়ম্বর। এমনকি টলিউডের পরম-ঘনিষ্ঠরাও ছিলেন না আমন্ত্রিত। একদিকে পরম-পিয়া যখন নতুন জীবন শুরু করার জন্য নিচ্ছিলেন শপথ ঠিক তখনই শহরের আর এক প্রান্তে এক প্রাক্তন সাংবাদিক ও বর্তমানে জনসংযোগ কর্মীর বিয়ের উৎসবে যোগ দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে সকলেই। সে যাই হোক, রিসেপশনের মেনুতে কী করেছিলেন পরম-পিয়া?

সাজের মতো মেন্যুতেও ছিল বাঙালিয়ানা। কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, ফ্রিশফ্রাই, মাটন ডাকবাংলো, পোলাও এবং নকুড়ের সন্দেশে জমে গিয়েছিল খাওয়াদাওয়া। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুলেছিলেন পরমব্রত। প্রথমটায় কিছুই বলতে চাননি। ‘কেমন লাগছে’ জিজ্ঞাসা করতেই তাঁর রসিকতা, ‘অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে, ঠিক তেমনটাই লাগছে’। এর পরেই জুড়লেন, “জাস্ট আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে আত্মীয় পরিজন নিয়ে বিয়ে হল। রীতি মেনে বিয়ে হয়নি। প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছি। তাই রাখতে পারব। দেখি পরবর্তীতে বড় করে কিছু করার ইচ্ছে রয়েছে।” এর চেয়ে বেশি কথা বাড়াতে চাননি অভিনেতা। যা ছিল ব্যক্তিগত, তা আপাতত তেমনটাই রাখতে চেয়েছেন তিনি।