খোলা চুল, হাওয়ায় উড়ছে শুকোতে দেওয়া শাড়ি, ‘ঝড় আসছে’ ক্যাপশন লিখে ট্রোলড ঋতাভরী
চার দিন আগে মুক্তি পেয়েছে তাঁর মিউজিক ভিডিয়ো '‘সাওয়ান’। শুধু অভিনয়ই নয় গানটি গেয়েওছেন তিনি। লিখেওছেন অভিনেত্রী। সেই গানেরই একটি স্টিল ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক পেজে।
ঝড় আসছে। বর্তমানে দিঘা থেকে ৩২০ কিমি দূরে রয়েছে ইয়াস। ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নম্বর। ইয়াসের গতিবিধি বুঝতে হাওয়া অফিসে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।ল্যান্ডফলের আগেই ইয়াসের দাপটে বাঁধ টপকে জল ঢুকছে তাজপুর, দিঘার গ্রামে… এমন ভয়াবহ পরিস্থিতিতে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর এক ছবি নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
চার দিন আগে মুক্তি পেয়েছে তাঁর মিউজিক ভিডিয়ো ‘‘সাওয়ান’। শুধু অভিনয়ই নয় গানটি গেয়েওছেন তিনি। লিখেওছেন অভিনেত্রী। সেই গানেরই একটি স্টিল ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছিলেন, ‘ঝড় আসছে’। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশ রেগে গেলেন অভিনেত্রীর উপর। ঋতাভরী হলেন ট্রোল্ড। ফেসবুক ভরে উঠল একের পর এক বিরূপ মন্তব্যে।
একজন লিখেছেন, “এই সময়ে করোনা, মিউকর মাইকোসিস, ইয়াসের মাঝে ইনি কাপড় উড়িয়ে বেড়াচ্ছেন। এঁদের কি কোনও দুঃখ-কষ্ট আছে গরীবদের জন্য? … মানুষের জন্য ভাবুন। …” আর একজনের বক্তব্য, “ঝড় আপনার কাছে রোম্যান্টিক হতে পারে কিন্তু ওইসব মানুষের কাছে নয়। এত নিজের কথা ভাবলে কী করে হবে?” তবে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। তাঁর গায়কীর প্রশংসা করেছেন নেটিজেনরা।
দিন কয়েক আগে মহারাষ্ট্র-গুজরাটে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তাউটে। তাঁর প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল বিস্তর। হয়েছিল প্রাণহানিও। হাওয়ার গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এরই মধ্যে বাড়ির সামনে ঝড়ে ভেঙে পড়া গাছকে জড়িয়ে নাচের ভঙ্গিতে পোজ দিয়ে ব্যাপক ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী দীপিকা সিং। পরে যদিও প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন দীপিকা।
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ে উপড়ে যাওয়া গাছের সঙ্গে নাচ, পোজ দিয়ে ছবি! ব্যাপক ট্রোল্ড দীপিকা