Subhashree-Raj: সাদামাঠা মোটেও নয়, ব্যাটম্যান-স্পাইডারম্যানদের নিয়ে জমজমাট ইউভানের জন্মদিন
Subhashree-Raj:রাজ জানিয়েছিলেন ইউভানের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে 'ছোট' করে হবে তাঁর প্রথম সন্তান ইউভানের জন্মদিন পালন। কিন্তু না, মোটেও ছোট করে আয়োজিত হল না রাজ-শুভশ্রীর চোখের মণী ইউভান চক্রবর্তীর তিন বছরের জন্মদিন।
রাজ জানিয়েছিলেন ইউভানের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে ‘ছোট’ করে হবে তাঁর প্রথম সন্তান ইউভানের জন্মদিন পালন। কিন্তু না, মোটেও ছোট করে আয়োজিত হল না রাজ-শুভশ্রীর চোখের মণী ইউভান চক্রবর্তীর তিন বছরের জন্মদিন। তাঁদের আবাসন আরবানাতেই হয়েছে জন্মদিন পালন। ব্যাটমানের পোশাকে হাজির হয়েছিল ছোট্ট ইউভান। বাবা-মায়ের পোশাকেও ছিল রঙমিলান্তি। থিম জুড়ে ব্যাটম্যান প্রাধান্য পেলেও হাজির ছিল সুপারম্যানও! ছোট কাপকেক থেকে শুরু করে, দোতলা ব্যাটম্যান থিমড কেক– বাদ গেল না কিছুই। স্পাইডার ম্যানের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল একরত্তিকে। বেবিবাম্প আর প্রেগন্যাসি গ্লো নিয়ে শুভশ্রীও মেতে উঠলেন আনন্দে।
তখন করোনার প্রথম ঢেউ। মন ভাল নেই কারও। এমন সময়ের রাজ-শুভশ্রী ঘোষণা করেন ইউভানের আসার খবর। কেরিয়ার পিক টাইমে সন্তান ধারণ করতে পিছপা হননি শুভশ্রী। ইউভান আসে ১২ সেপ্টেম্বর। প্রেগন্যান্সির পর ওজন বাড়ে নায়িকার। সে নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে তা নিয়ে বিচলিত না থেকে ‘ইন্দুবালা’র জীবন জুড়ে প্রাধান্য পেতে শুরু করে ইউভানই। আবারও মা হচ্ছেন তিনি। ডিসেম্বরে আসবে দ্বিতীয় সন্তান। তার আগে ‘বিগ ব্রাদার’ কাটিয়ে ফেলল তার তিন বছরের জন্মদিন। আর কিছু মাস বাদেই যে দায়িত্ব বাড়বে তারও।
View this post on Instagram