সিঁদুরদান থেকে আদরের চুম্বন…১১ বছর আগে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার সুদীপার
জাঁকজমকের বিয়ে নয়। আমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগই সুদীপা-অগ্নিদেবের পরিবারের লোক। তাঁদের সবার সঙ্গে ছবির মাধ্যমে আলাপও করিয়ে দিয়েছেন সুদীপা।
না আজ তাঁর বিবাহবার্ষিকী নয়। তবে হঠাৎই স্মৃতির পাতায় ডুব দিলেন সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। শেয়ার করলেন তাঁর বিয়ের দিনের একগুচ্ছ ছবি। যে ছবি এগারো বছর আগের। এগারো বছর আগের কোনও এক জুলাই ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা।
জাঁকজমকের বিয়ে নয়। আমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগই সুদীপা-অগ্নিদেবের পরিবারের লোক। তাঁদের সবার সঙ্গে ছবির মাধ্যমে আলাপও করিয়ে দিয়েছেন সুদীপা। একইসঙ্গে প্রতিটি ছবির পিছনের গল্পও শেয়ার করেছে আলাদাভাবে। শুধু যে বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেছেন তা নয়। রয়েছে বিয়ের আগের দিনের ছবি। বিয়ের পর পার্টির ছবি। এমনকি হনিমুনের ছবিও।
সেই ছবিতে কখনও পুরোহিত মহাশয়ের আদেশানুসারে একমনে মন্ত্রপাঠ করতে দেখা যাচ্ছে অগ্নিদেবকে, আবার কোনও ছবিতে স্বামীকে জড়িয়ে গালে চুমু এঁকে দিচ্ছেন সুদীপা। শেয়ার করেছেন বিয়ের আগের রাতে মেহেন্দির ছবিও। একবার নয়, দুই বার হনিমুনে গিয়েছিলেন সুদীপা। এই সিক্রেটও শেয়ার করেছেন নিজেই। লিখেছেন, “অগ্নিদেভ আমার কোনো স্বপ্ন অপূর্ণ রাখেননি। আমি একটু হিন্দি সিনেমার পোকা। তাই আমায় যখন জিজ্ঞেস করা হয়েছিলো: আমি কোথায় যেতে চাই হনিমুনে। আমি বলেছিলাম মানালি আর সুইজারল্যান্ড।” এই দুই জায়গাতেই হনিমুনে নিয়ে গিয়েছিলেন সুদীপার স্বামী। বরফে ঢাকা মানালি আর সুইজারল্যান্ডের সেই নয়নাভিরাম দৃশ্যপট শেয়ার করেন সুদীপা।
আরও পড়ুন- অমিতাভের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রি উত্তাল, রেখাকে একদিন বাড়িতে ডেকে জয়া বললেন…
তাঁর দুই জায়গায় হনিমুনের ইচ্ছেপূরণের গল্প শেয়ার করে স্বামীর প্রতি কৃতজ্ঞতায় সুদীপা ভালবাসা মাখা ক্যাপশন, “অগ্নিদেভ কম কথার মানুষ। হেসেছিলেন শুধু।”