Sreelekha Mitra: ‘বন্ধ হোক এই পৈশাচিক আনন্দ’, পুলিশের দ্বারস্থ শ্রীলেখা
Sreelekha Mitra on Fire Crackers: শ্রীলেখা একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং সঙ্গে পোস্ট করেছেন চারপেয়ে বেড়াল-কুকুরদের ছবি। শব্দবাজির বিকট আওয়াজে অতিষ্ঠ ছোট্ট ছানাগুলোর করুণ পরিণতি। শ্রীলেখা অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। লিখেছেন, "এই অভিশপ্ত রাত শেষ হবে কখন?"
চিরকালই দীপাবলি এলে খুব ভেঙে পড়েন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর প্রাণ কাঁদতে থাকে চারপায়ের বাচ্চাদের জন্য। যাঁদের প্রতিপালন করতে গিয়ে নিজেকে ‘কেয়ার গিভার’ বলেন অভিনেত্রী। তাঁর নিজের বাড়িতেও আছে সেরকম চারজন। দীপাবলিতে প্রদীপ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক-ব্যাটারি চালিত আলোর পাশাপাশি পোড়ানো হয় বাজি। শব্দ বাজিও পোড়ানো হয়। শ্রীলেখার আপত্তি এই শব্দবাজিতেই। কেননা, শব্দবাজির আওয়াজের কারণে খুব অসুবিধা হয় চারপেয়ে সন্তানদের।
এদিন শ্রীলেখা একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং সঙ্গে পোস্ট করেছেন চারপেয়ে বেড়াল-কুকুরদের ছবি। শব্দবাজির বিকট আওয়াজে অতিষ্ঠ ছোট্ট ছানাগুলোর করুণ পরিণতি। শ্রীলেখা অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। লিখেছেন, “এই অভিশপ্ত রাত শেষ হবে কখন?” তারপর হরিদেবপুর থানাকে ট্যাগ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, পুলিশকে জানানো হয়েছে বিষয়টা। বলেছেন, “শব্দের এই উৎসব আমি কোনওদিনও উপভোগ করি না। এখনও যে যার থানায় খবর দিন, যাতে অবিলম্বে শব্দবাজির ব্যবহার কমিয়ে দেওয়া হয়। বন্ধ হোক এই পৈশাচিক আনন্দ। পশ্চিমবঙ্গ সরকার এই পৈশাচিক আনন্দ মেটানোর জন্য কী পদক্ষেপ করেছে? পশ্চিমবঙ্গ পুলিশই বা কি করছেন?”
তারপরই তিনি ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেন সক্কলকে। পরবর্তী পোস্টে শ্রীলেখা ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে। সময় নষ্ট না করেই শব্দবাজির ব্যবহার বন্ধ করার পদক্ষেপ করেছেন তাঁরা।