KIFF 2022: ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলনে কেন এলেন না রাজ চক্রবর্তী?
উল্লেখ্য রাজ-শুভশ্রী, রচনা বন্দ্যোপাধ্যায় সহ টলিপাড়ার একাধিক নামাজাদা তারকার আবাসস্থল আরবানা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ ছুঁইছুঁই।
আর মাত্র তিন দিন পরেই শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। কিন্তু সেই সম্মেলনে উপস্থিত থাকেননি চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। কিন্তু কেন? এই প্রশ্ন দানা বাঁধছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনে। প্রশ্ন উঠছিল রাজ যেখানে থাকেন সেই আরবানার বেশ কিছু টাওয়ার কনটেনমেন্ট জোন হওয়ার কারণেই কি দেখা মেলেনি তাঁর?
উল্লেখ্য রাজ-শুভশ্রী, রচনা বন্দ্যোপাধ্যায় সহ টলিপাড়ার একাধিক নামাজাদা তারকার আবাসস্থল আরবানা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ ছুঁইছুঁই। ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই কমপ্লেক্সে এ দিন কাউন্সিলর তথা ১২ নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে স্যানিটাইজেশন হয়েছে। সেই কারণেই কি তিনি অনুপস্থিত। কারণ খুঁজতে টিভিনাইন বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছিল স্বয়ং রাজের সঙ্গে। তিনি ফোন তোলেননি। তবে রাজের সহকারী জানিয়েছেন, তিনি আরও জানিয়েছেন, রাজ যে টাওয়ারে থাকেন তা কনটেনমেন্ট জোনের আওতায় পড়ছে না। পাশের টাওয়ারটি ওই জোনের অন্তর্গত। তাঁর বক্তব্য, পরিচালকের চিকেন পক্স হওয়ার পর থেকেই তিনি দুর্বল। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে সমস্ত কর্মসূচীতে যোগ দেবেন।
যদিও রাজের বন্ধু ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের ফেসবুক প্রোফাইল জানান দিচ্ছে সোমবার কাঞ্চনের সঙ্গে বারুইপুরের টেলি অ্যাকাদেমি পরিদর্শনে গিয়েছিলেন রাজ। তাহলে? উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি থেকে নবান্নের সভাগৃহ থেকে উদ্বোধন হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের। করোনার কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অনুষ্ঠানের সূচনার পরিকল্পনা এবারের মতো বাতিল করা হয়েছে। এই খবর যদিও টিভিনাইন বাংলাকে আগেই জানিয়েছিলেন রাজ। তিনি বলেছিলেন, “বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্ন থেকেই হবে উদ্বোধন। এ ছাড়াও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখার মতো যে সব নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়েছে, যে সমস্ত বিধিনিষেধের কথা জানানো হয়েছে তা সর্বত ভাবে পালন করা হবে উৎসবে।” আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। করোনাবিধি মানার প্রতিশ্রুতি দিয়েই সিনেমার পসরা সাজিয়ে অপেক্ষা করছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব।
আরও পড়ুন- KIFF 2022: নির্ধারিত দিনেই শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, নতুন চমক কী, কী বা হল বাতিল?