AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া মাতালেন সচেত-পরম্পরা, সম্পর্ক নিয়ে দিলেন বিশেষ বার্তা

২০১৭ সালে ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সচেত-পরম্পরা। ২০২৫-এ এসে তাঁরা একাধিক হিট ছবিতে গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। এই বিশেষ সন্ধ্যায় সঙ্গীত আর স্পিরিচুয়ালিটির মেলবন্ধনে TV9 ফেস্টিভালের শুরুটা হল অনন্য এক অভিজ্ঞতা দিয়ে, যা পলকে শ্রোতাদের মন জয় করল।

Exclusive: TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া মাতালেন সচেত-পরম্পরা, সম্পর্ক নিয়ে দিলেন বিশেষ বার্তা
| Edited By: | Updated on: Sep 29, 2025 | 3:07 PM
Share

দিল্লি: বাংলা জুড়ে এখন উৎসবের মেজাজ। আর সেই হাওয়া Tv9 বাংলার হাত ধরে লাগল এবার দিল্লির বুকে। TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া ২০২৫-এ তাই এবারও সকলের মনে জায়গা করে নিল। দেখতে দেখতে তিন বছরে পা দিল এই মহোৎসব। পাঁচ দিনের এই বর্ণময় উৎসবের প্রথম দিনেই মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় জুটি সচেত ও পরম্পরা। শুধু সুরে নয়, তাঁদের কথাতেও ধরা পড়ল আধ্যাত্মিকতা। পারফর্ম করার আগে একান্ত সাক্ষাৎকারে সচেত বলেন, “আধ্যাত্মিকতা থাকলে সঙ্গীত নিজের মতো আপন হয়ে যায়। ঈশ্বর আমাদের এমন কিছু সৃষ্টি করতে অনুপ্রাণিত করেন, যা শুধু বিনোদন নয়, শান্তিও বটে।”

অন্যদিকে পরম্পরার মতে, “যদি আপনি সত্যিকারের ধার্মিক হন, তবে ঈশ্বর নিজেই আপনাকে কিছু সৃজনশীল কাজ করতে অনুপ্রাণিত করেন। সঙ্গীত তখন শুধু সুর নয়, এক প্রকার উপাসনা হয়ে ওঠে।” সঙ্গীত ছাড়াও সম্পর্কে বিশ্বাস এবং বোঝাপড়ার গুরুত্ব নিয়েও কথা বলেন এই জনপ্রিয় জুটি। পরম্পরা আরও বলেন, “আধ্যাত্মিকতা মানে শুধুই ধর্মীয়তা নয়—এ এক ধরনের অভ্যন্তরীণ শক্তি, যা একজন শিল্পীকে তার শিল্পে সম্পূর্ণভাবে ডুবে যেতে সাহায্য করে। শান্তি ও আত্মবিশ্বাস দুটোই এখান থেকে আসে।”

দর্শকদের প্রশ্নের উত্তরে, সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তাঁরা। সচেত বলেন, “যেখানে ভালোবাসা থাকে, সেখানে অল্প-স্বল্প ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। সম্পর্কের আসল সৌন্দর্য এখানেই—এই টানাপোড়েনই একে আরও মজবুত করে।”

২০১৭ সালে ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সচেত-পরম্পরা। ২০২৫-এ এসে তাঁরা একাধিক হিট ছবিতে গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। এই বিশেষ সন্ধ্যায় সঙ্গীত আর স্পিরিচুয়ালিটির মেলবন্ধনে TV9 ফেস্টিভালের শুরুটা হল অনন্য এক অভিজ্ঞতা দিয়ে, যা পলকে শ্রোতাদের মন জয় করল।