‘আমার আসল বাবা রাজেশ খান্না নন’, টুইঙ্কলের বক্তব্যে তোলপাড় পরিবার
টুইঙ্কল খান্নাকে কে না চেনেন? তিনি সুলেখিকা। অভিনয় জগতেও পা রেখেছিলেন কিন্তু সাফল্য আসেনি। টুইঙ্কলের বাবার সুপারস্টার রাজেশ খান্না, ও মা ডিম্পল কাপাডিয়া--এতকাল এটাই সকলে জেনে এসেছেন। তবে টুইঙ্কলই একবার বলেছিলেন জোর গলায়, রাজেশ খান্না তাঁর বাবা নন।
টুইঙ্কল খান্নাকে কে না চেনেন? তিনি সুলেখিকা। অভিনয় জগতেও পা রেখেছিলেন কিন্তু সাফল্য আসেনি। টুইঙ্কলের বাবার সুপারস্টার রাজেশ খান্না, ও মা ডিম্পল কাপাডিয়া–এতকাল এটাই সকলে জেনে এসেছেন। তবে টুইঙ্কলই একবার বলেছিলেন জোর গলায়, রাজেশ খান্না তাঁর বাবা নন। তাঁর বাবা বলিউডের অন্য এক নায়ক! সে নিয়ে পরিবারের অন্দরে কম তোলপাড় হয়নি! কেন এমন বলেছিলেন টুইঙ্কল? কোন নায়কেরই বা নাম নিয়েছিলেন তিনি? টুইঙ্কলের বোনের নাম রিঙ্কি খান্না। সেই বোনের প্রেমিককেই নিজের বাবার পরিচয় নিয়ে এমনটা বলেছিলেন তিনি।
টুইঙ্কলের কথায়, “আমার আর আমার বোনের মাঝে এক বছরের ফারাক। ও প্রথম থেকেই রোগাসোগা আর আমি ঠিক উল্টোটা। আমাদের টম অ্যান্ড জেরি লাগত। অথবা লরেল-হার্ডি। তাই ওর বয়ফ্রেন্ড যখন প্রথম বার দেখা করতে আসে তখন আমি ওকে সাফ জানাই আমাদের মা এক হলেও বাবা আলাদা। আমার বাবা বিনোদ খান্না। ওর বাবা রাজেশ খান্না। সেই কারণে আমি লম্বা আর ও নয়।” বোন এই কথা শুনে ভীষণ রেগে গিয়েছিলেন। চারিদিকে তোলপাড়ও পড়ে গিয়েছিল এই কথায়। আসলে টুইঙ্কলযে এমনই। ওই কারণে তাঁর ছদ্মনাম ‘মিসেস ফানিবোন্স’।
বলিউডে টুইঙ্কল পরিচিত তাঁর বুদ্ধিমত্তার জোরে। এর আগে কফি উইদ করণেও তাঁর মজার উত্তরের পরিচয় পেয়েছে দর্শক। স্বামী অক্ষয় কুমারও একবাক্যে স্বীকার করেছেন টুইঙ্কলের মজা করার ক্ষমতার। অকপট স্বীকারোক্তিতে টুইঙ্কল অনায়াসেই জানিয়েছেন তিনি কখনওই সুঅভিনেত্রী ছিলেন না। তবে লেখিকা হিসেবে তিনি অসসাধারণ, অন্তত এমনটাই মনে করেন তাঁর লেখার গুণগ্রাহীরা।