AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের আগে প্রেমিককে লুকিয়ে বিয়ে! খবর রটতেই বিস্ফোরক ঐশ্বর্য

১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে তাঁদের প্রেমের শুরু। তার পরেই রটে যায় যে গোপনে নাকি তাঁর বিয়ে সেরেছেন। এমনকি অনেকে বলেছিলেন নায়িকা ধর্মান্তরও করেছেন।

অভিষেকের আগে প্রেমিককে লুকিয়ে বিয়ে! খবর রটতেই বিস্ফোরক ঐশ্বর্য
| Edited By: | Updated on: Aug 10, 2025 | 6:28 PM
Share

সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি শোনা গিয়েছিল যে ১৯৯৯ সালে সম্পর্কের পরেই নাকি গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। যদিও নিজেদের ব্য়ক্তিগত জীবন নিয়ে কোনও দিনই কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য এবং সলমন। তবে এবার আর চুপ থাকলেন না নায়িকা। মুখ খোলেন ঐশ্বর্য। তিনি বলেন, “যদি এমনটা হত তাহলে কি ইন্ডাস্ট্রির কেউ জানতে পারতেন না? এইটা কত ছোট একটা ইন্ডাস্ট্রি। মায়ের অ্যাক্সিডেন্টের পর তাঁর সঙ্গেই সময় কাটাতে পারিনি। আর সত্যিই কি আপনার মনে হয় বিয়ের মতো এত বড় একটা বিষয় আমি লুকাবো!” এ ধরনের রটনায় নায়িকা যে খুবই বিরক্ত তা বোঝা গিয়েছে অভিনেত্রীর কথায়।

১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে তাঁদের প্রেমের শুরু। তার পরেই রটে যায় যে গোপনে নাকি তাঁর বিয়ে সেরেছেন। এমনকি অনেকে বলেছিলেন নায়িকা ধর্মান্তরও করেছেন। এমনকি বি-টাউনে গুঞ্জন ছড়িয়েছিল একটি বিলাসবহুল বাংলোতে বিয়ের আসর বসেছিল তাঁদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিতও হয়েছিলেন নাকি দম্পতিকে আশীর্বাদের জন্য। তবে এই ঘটনা যদিও প্রকাশ্যে আসেনি কোনও দিনই।উল্লেখ্য, যে সময় ঐশ্বর্যর প্রতি দুর্বলতা অনুভব করেছিলেন নায়ক তখন তিনি সোমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সেই পুরনো দিনের ঘটনার কথাই প্রকাশ্য়ে আনলেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা। তিনি জানিয়েছেন অনেক দিন আগে থেকেই তিনি আঁচ করছিলেন যে কিছু একটা ঘটছে। সলমনের বাড়ি অর্থাত্‍ গ্যালাক্সির জিমে হঠাত্‍ই আসতে শুরু করেন নায়িকা। তখনই বিষয়টা ভাল লাগে সোমির। বুঝতে পেরেছিলেন তাঁর আর সলমনের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসতে চলেছেন।