AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমার জীবনটা নরক হয়ে যেত, রেখা-অমিতাভ সম্পর্ক নিয়ে কী বলেন জয়া?

সত্যি কি গোপনে বাড়তে থাকা প্রেমের জন্যে আজও রেখা যন্ত্রণায়! এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে।

আমার জীবনটা নরক হয়ে যেত, রেখা-অমিতাভ সম্পর্ক নিয়ে কী বলেন জয়া?
| Edited By: | Updated on: Aug 17, 2025 | 6:43 PM
Share

রেখা-অমিতাভ বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে গত চার দশক ধরে চর্চা বর্তমান। আজও তাঁদের নিয়ে স্বপ্ন দেখেন দর্শকেরা। শেষ বারের মতোও কি একবার তাঁরা একসঙ্গে পর্দায় ফিরবেন না! সত্যি কি অমিতাভ বচ্চনের সঙ্গে সুখে রয়েছেন জয়া! সত্যি কি গোপনে বাড়তে থাকা প্রেমের জন্যে আজও রেখা যন্ত্রণায়! এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে। কখনও জয়ার হুমকি, কখনও আবার তাঁর চোখের জল, তবে সত্যি কি এমন ঘটেছিল!

এক সাক্ষাৎকারে স্বামীর পরকীয়ার জল্পনায় জল ঢালেন জয়া বচ্চন। মুখ খোলেন বহু বিতর্কিত সম্পর্ক নিয়ে। রেখা- অমিতাভের প্রেম কি সত্যি ছিল? প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “যদি সেটাই সত্যি হতো, তাহলে ও অন্য কোথাও থাকত, তাই না! দর্শক ওদের পছন্দ করে পর্দার জুটি হিসেবে। সেটা ঠিক আছে। মিডিয়া ওর নাম প্রতিটা নায়িকার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। আমার জীবনটা নরক হয়ে যেত, যদি আমি এগুলোকে গুরুত্ব দিতাম।”

ফলে জয়া বচ্চনের এই উত্তরেই স্পষ্ট হয়ে যায় যে তাঁর অমিতাভকে নিয়ে কোনও সমস্যাই ছিল না। তিনি কোনওদিন এহেন সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি। তবে বলিউডে কান পাতলে শোনা যায় তিনিই নাকি রেখাকে একবার বাড়িতে নিমন্ত্রণ করে সাবধান করেছিলেন। জানিয়েছিলেন তিনি সন্তান ও স্বামী নিয়ে সুখে সংসার করতে চান। তিনি চান না অমিতাভের সম্মানে আঁচ আসুক। রেখা যেন তাঁর সংসার না ভাঙেন। যদিও এই প্রসঙ্গে কখনই কোনও মন্তব্য করেননি দুই অভিনেত্রী।