কালাজাদু করে বিগবস-এ সুযোগ, কুমার শানুর ছেলের কথায় কেন মেজাজ হারায় বাংলার দর্শক?
এবার সেই ধারণাকেই খানিক উস্কে দিয়েছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। অভিনেতা পরশ ছাবড়া শো’য়ে এসে এমন কিছু কথা তিনি শেয়ার করেছিলেন যা শুনে চমকে যাবেন আপনি।

বাঙালি মানেই নাকি কালোজাদুতে সিদ্ধহস্ত! এ ধারণা ভারতের বহু রাজ্যে প্রচলিত। এমনকি কর্মসূত্রে বাঙালি অন্য রাজ্যে গেলে এ ধরনের কথা শোনার অভিযোগ উঠেছে বারংবার। এবার সেই ধারণাকেই খানিক উস্কে দিয়েছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। অভিনেতা পরশ ছাবড়া শো’য়ে এসে এমন কিছু কথা তিনি শেয়ার করেছিলেন যা শুনে চমকে যাবেন আপনি।
তাঁকে প্রশ্ন করা হয়, বিগবস ১৪-তে তিনি যে সুযোগ পেয়েছিলেন তা কি স্বজনপোষণের জেরে? বাবা কুমার শানু বলেই কি মিলেছিল এই কাজ? এরই উত্তর দিতে গিয়েই জান বলেন, স্বজনপোষণ নয় তিনি সাহায্য নিয়েছিলেন কালাজাদুর। তিনি এও যোগ করেন, তিনি বাংলার ছেলে। এখানে কালা জাদুতে সবাই নাকি ভীষণ পারদর্শী। তাঁর নাকি কলকাতায় এক মহিলার সঙ্গে আলাপ ছিল। যিনি নাকি মানুষকে পশুতে বদলে দিতে পারতেন। তাঁকে বলা হয়, ছাগবলি দিতে। তিনি পশুবলি দেন। আর তারপরেই নাকি বিগবসের অফার আসে তাঁর কাছে! যদিও এর পরেই আচমকাই নিজের বক্তব্য বদলান জান। বলেন। তিনি নাকি মজা করছিলেন। তবে তাঁর এই ‘মজা’ ভালভাবে নেননি বাংলার মানুষ। তাঁদের বক্তব্য, “এভাবে বিষয়টা নিয়ে মজা না করলে কি চলছিল না? বাইরের মানুষ যা ভাবে আপনি বাঙালি হিসেবে সেই ভাবনাকেই তো প্রশ্রয় দিয়ে দিলেন।”
