রণবীরকে প্রকাশ্যে ‘কুকুর ছানা’ বলে বিতর্কে সলমন খান
Salman Vs Ranbir: সলমন খানের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক বেশ ভাল ছিল। সাওয়ারিয়া ছবিতে ক্যামিও করতেও দেখা গিয়েছিল সলমন খানকে। কিন্তু যবে থেকে ক্যাটরিনা কাইফের নাম জড়িয়ে যায় রণবীর কাপুরের সঙ্গে, তবে থেকেই সম্পর্কের মাধুর্যতা হারাতে থাকে।
রণবীর কাপুর, বরাবরই ইন্ডাস্ট্রিতে ক্যাসানোভা পরিচয়ে পরিচিত, হাজার হাজার মেয়ের মন চুরি করেছেন তিনি। কম সম্পর্কে হাতছানি ছিল না তাঁর ব্যাচেলর জীবনে। বর্তমানে যদিও তিনি বিবাহিত, তবে একটা সময় ছিল যখন একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল রণবীরের। তালিকা থেকে বাদ পড়েনি ক্যাটরিনা কাইফের নাম। যখন চর্চিত খবর সামনে আসে সলমন খান ও ক্যাটরিনার মধ্যে গোপনে গড়ে উঠছে সম্পর্ক, সেই সময়ে সমস্ত জল্পনায় জল ঢেলে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের গোপন ছবি ফাঁস হয়ে যায়। বিষয়টা যে খুব ভাল চোখে দেখেছিলেন সলমন খান এমনটা নয়। কফি উইথ করণ সিজ়ন চার-এ প্রথম পর্বে এসে সলমন খান বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
একটি রাউন্ডে সলমন খানকে শো সঞ্চালক করণ বলেছিলেন তিনি বেশ কিছু পশুর উল্লেখ করবেন, সলমন খানকে সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি থেকে মানানসই কারও নাম নিতে হবে। প্রথম অপশন ছিল ‘পাপ্পি’ অর্থাৎ সারমেয় শাবক, কুকুরছানা। বিন্দুমাত্র না ভেবে সলমন খান উত্তর দিয়েছিলেন, রণবীর কাপুর, চমকে গিয়েছিলেন করণ। সলমন খানের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক বেশ ভাল ছিল। সাওয়ারিয়া ছবিতে ক্যামিও করতেও দেখা গিয়েছিল সলমন খানকে। কিন্তু যবে থেকে ক্যাটরিনা কাইফের নাম জড়িয়ে যায় রণবীর কাপুরের সঙ্গে, তবে থেকেই সম্পর্কের মাধুর্যতা হারাতে থাকে।
প্রকাশ্যে একাধিকবার রণবীরর কাপুরকে তোপ দাগতে দেখা যায় সলমন খানকে। কখনও তিনি প্রশ্ন তোলেন, তিনি যখন রণবীরের সঙ্গে প্রথম দেখা করেছিলেন, রণবীর তখন একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, কেন তিনি সেই মেয়েটিকে ছাড়েন? আবার কখনও ক্যাটরিনা প্রসঙ্গে মুখ খুলে বলেন ঘুম থেকে উঠে কাটরিনা একটাই কথা বলেন ‘রণবীর কোথায়?’ যখন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের গোপন ট্রিপের ছবি ভাইরাল হয়েছিল সেই সময় সলমন খান উল্লেখ করেছিলেন, ‘এটা এমন কিছু না ক্যাটরিনার পেছনে এমন অনেকেই ঘুরে থাকেন’।