সিরিয়াল নয়, আমি সিনেমা করব, ৩ ঘণ্টা অপেক্ষার পর এ কী বললেন শাহরুখ
এই ধারাবাহিকের অডিশন দিতে তিনি যখন আনন্দ মহেন্দ্রর প্রযোজনা সংস্থায় পৌঁছান, তখন দেখেন একজন বসে ক্রস ওয়ার্ড খেলছেন, আর কাপের পর কাপ চা খেয়ে চলেছেন। ছেলেটিকে চেনা-চেনা লাগলেও মনে পড়ছিল না, তিনি তাঁকে কোথায় দেখেছেন। হিরো বলে মনেও হচ্ছিল না তাঁর।

শাহরুখ খান ও করণ জোহরের যুগলবন্দীতে বহু হিট ছবি দর্শক দেখে ফেলেছে। এই দুজনের বন্ধুত্ব সম্পর্কে বহু খবর রয়েছে সিনেপাড়ায়। তবে এই প্রথম পরিচালক প্রযোজক করণ জোহর বললেন, শাহরুখ খানের সঙ্গে প্রথম কবে কোথায় দেখা হয়েছিল? করণের কথায়, তখন তাঁর বছর মাত্র পনেরো বয়স ছিল। দূরদর্শনের জন্য একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন করণ জোহর। সিরিয়ালের নাম ‘ইন্দ্রধনুষ ‘। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ডোডো।
এই ধারাবাহিকের অডিশন দিতে তিনি যখন আনন্দ মহেন্দ্রর প্রযোজনা সংস্থায় পৌঁছান, তখন দেখেন একজন বসে ক্রস ওয়ার্ড খেলছেন, আর কাপের পর কাপ চা খেয়ে চলেছেন। ছেলেটিকে চেনা-চেনা লাগলেও মনে পড়ছিল না, তিনি তাঁকে কোথায় দেখেছেন। হিরো বলে মনেও হচ্ছিল না তাঁর। প্রায় তিন ঘন্টা পর যখন আনন্দ মহেন্দ্র বাইরে এলেন, তখন ওই ছেলেটিকে প্রযোজক বললেন, তিনি দুঃখিত অনেকক্ষণ বসিয়ে রেখেছেন।
ছেলেটি বললেন, “কোন ব্যাপার নয়, আমি বলতে এসেছি, আমি ধারাবাহিকে কাজ করতে চাই না, সিনেমা করতে চাই।” সেটা শুনে আনন্দ মহেন্দ্র অবাক হয়ে বললেন, “তাহলে অপেক্ষা করছিলে কেন?” উত্তরে ছেলেটি বলেছিল, “আপনার অফিসের চা খুব ভাল, আর আমি এই ক্রস ওয়ার্ডটাও শেষ করছিলাম। ”
ছেলেটি চলে যাওয়ার পর আনন্দ জি করণ জোহরকে বলেছিল, “চিনতে পারলে ছেলেটিকে? ফৌজি নামে একটি ধারাবাহিকে কাজ করেছে। নাম শাহরুখ খান। ”
করণ বলেন, “এই ছিল আমার শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা। পরে তো জানাই গেল ছেলেটি শুধু নায়ক নয়, কতবড় মাপের স্টার হয়েছে।” প্রসঙ্গত, করণ জোহর ও শাহরুখ খানের জুটিতে যে সুপারহিট ছবি রয়েছে, তার মধ্যে ব্লক বাস্টার ছবি গুলি হল, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’। এছাড়াও করণের বহু ছবিতে ক্যামিও করেছেন কিং খান।
