Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বউয়ের সঙ্গে এরকম ব্যবহার? আদৃতকে নিয়ে তুমুল সমালোচনা

Tollywood Controversy: যে আদৃত ব্যক্তিজীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন, এদিন তিনি যদিও ধরা দিলেন অন্যলুকে। হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। যদিও কৌশাম্বীর সঙ্গে যা করলেন তিনি তাতে বেজায় মেজাজ হারাল নেটপাড়ার একশ্রেণি।

নতুন বউয়ের সঙ্গে এরকম ব্যবহার? আদৃতকে নিয়ে তুমুল সমালোচনা
Follow Us:
| Updated on: May 13, 2024 | 12:20 PM

শনিবার টলিপাড়া পাড়ায় হয়ে গেল আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর রিসেপশন পার্টি। সাত পাকে বাঁধা পড়েছিলেন জুটি ৯ মে। শনিবার তাই গালা সেলিব্রেশন পালা। এদিন তাঁদের পোশাকের রং থিম ছিল সাদা। রিসেপশনের ব্যস্ততার মাঝেই পোজ দিয়ে তুললেন ছবি। সকলের সঙ্গে আলাপ চারিতায় ব্যস্ত জুটি কাটলেন কেক। আর পাপারাৎজিদেরও নিরাশ করলেন না বিন্দুমাত্র। যথা সময় এসে পোজ় দিয়ে ছবি তুলতে ভুললেন না তিনি। তবে সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। কেউ কটাক্ষ করলেন আদৃতকে, কেউ আবার জুটিকে নিয়ে তুমুল ট্রোলের বন্যা বয়ে দিলেন। নবদম্পতীকে শুভেচ্ছা জানাতে এদিন অনেকেই উপস্থিত হয়েছিলেন পার্টিতে।

যে আদৃত ব্যক্তিজীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন, এদিন তিনি যদিও ধরা দিলেন অন্যলুকে। হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। যদিও কৌশাম্বীর সঙ্গে যা করলেন তিনি তাতে বেজায় মেজাজ হারাল নেটপাড়ার একশ্রেণি। পাপারাৎজিদের নিয়ে ছবি তোলার সময় দিলেন পোজ। যেখানে হাসি মুখে একাধিকবার আদৃতের দিকে তাকাতে দেখা গেল কৌশাম্বীকে। কিন্তু আদৃত? তিনি বিষয়টা লক্ষ্যই করলেন না। রোম্যান্টিক পোজ, কিংবা চোখে চোখ রেখে কোনও ফ্রেমই তিনি দিলেন না। বরং পাপারাৎজিদের ক্যামেরার দিকে তাকিয়ে কিছুটা সময় পোজ দিয়ে স্ত্রীর হাত ধরে চলে গেলেন ভিতরে।

এই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা বয়ে গেল। কেউ লিখলেন, ‘বর বাবাজীবন একবারও তাকাল না কেন বউয়ের দিকে? বউ দুবার লুক দিল..’, কেউ আবার লিখলেন, ‘কৌশাম্বী বেশি আবেগঘন, যেখানে আদৃতের কোনও প্রতিক্রিয়াই নেই কোনও ছবিতে কিংবা ভিডিয়োতে’। কেউ আবার জুটিকে কটাক্ষ করে বললেন, ‘রণবীর আলিয়া ফ্রম মিসো’। কেউ আবার খোঁজ করলেন মিঠাইরানির, লিখলেন, ‘আরে এটা সিদ্ধার্থ না? পাশে মিঠাইকেই মানায়’। যদিও জুটিকে ভালবাসায় ভরাতে ভুললেন না ভক্তমহল।