Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাপ্পি লাহিড়ি কেন এত সোনার গয়না পরতেন? কারণ জানলে অবাক হবেন…

Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির সংগ্রহে ছিল ৭৫৪ গ্রামের সোনার গয়না। এই সোনার বাজারে মূল্য ছিল ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। ইন্ডিয়া টুডের এক রিপোর্টে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত তথ্য। সেখানে আরও লেখা হয়েছিল যে, মৃত্যুর পর বাপ্পির যাবতীয় অলঙ্কারের মালিক হবে তাঁর দুই সন্তান--বাপ্পা এবং রিমা। বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর সেই অলঙ্কারের মালিকানা পেয়েছিলেন বাপ্পা-রিমাই। কিন্তু কেন এত গয়না পরতেন বাপ্পি লাহিড়ি?

বাপ্পি লাহিড়ি কেন এত সোনার গয়না পরতেন? কারণ জানলে অবাক হবেন...
বাপ্পি লাহিড়ি।
Follow Us:
| Updated on: May 15, 2024 | 4:15 PM

দু’বছর আগে মৃত্যু হয়েছে বিখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ির। গায়কের বৈশিষ্ট্য ছিল, তিনি শরীরে মোটা-মোটা সোনার চেন, লকেট এবং ব্রেসলেট পরতেন। সেটাই ছিল তাঁর স্টাইল স্টেটমেন্টের অন্যতম। ২০২২ সালে বাপ্পির মৃত্যুর পর কী হল সেই বিপুল পরিমাণ সোনার? কেনই বা তিনি এত সোনার গয়না পরতেন?

বাপ্পি লাহিড়ির সংগ্রহে ছিল ৭৫৪ গ্রামের সোনার গয়না। এই সোনার বাজারে মূল্য ছিল ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। ইন্ডিয়া টুডের এক রিপোর্টে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত তথ্য। সেখানে আরও লেখা হয়েছিল যে, মৃত্যুর পর বাপ্পির যাবতীয় অলঙ্কারের মালিক হবে তাঁর দুই সন্তান–বাপ্পা এবং রিমা। বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর সেই অলঙ্কারের মালিকানা পেয়েছিলেন বাপ্পা-রিমাই।

এ তো গেল মালিকানার কথা। এত সোনার গয়না কেন পরতেন বাপ্পি লাহিড়ি? সেই বিষয়টি একবার নিজের মুখেই জানিয়েছিলেন প্রয়াত গায়ক। ঋতুপর্ণা ঘোষের ঘোষ অ্যান্ড কোম্পানি টক শোতে নিছক আড্ডা দিতে-দিতে বাপ্পি বলেছিলেন, “আমার জন্য সোনা ভীষণ লাকি জিনিস। আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষও। আমার পরনের সবকটি গয়নাই ঠাকুরের পায়ে ছোঁয়ানোও। কোনও না-কোনও ঠাকুরকে নিবেদিত এই সমস্ত গয়না।”

স্লিল অ্যাপনিয়ায় আক্রান্ত ছিলেন বাপ্পি লাহিড়ি। সেই কারণেই ঘুমের মধ্য়ে মৃত্যু তাঁর। বাপ্পির মৃত্যুতে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সঙ্গীতপ্রেমী মানুষেরা।