Balurghat: নদীতে মাছ ধরতে গিয়ে এ কোন ‘দুর্লভ’ মূর্তি পেলেন জয়দেব! আবেগে ভাসছেন গ্রামবাসীরা
Balurghat: মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন।

গঙ্গারামপুর: বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল প্রাচীন মূর্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাধঁমোড় এলাকায়। মূর্তিটি আসলে কোন দেবতার, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি।
মূর্তি উদ্ধার হওয়ার পর গঙ্গারামপুর থানার পুলিশ সেটি নিয়ে যায়। কোথা থেকে ওই মূর্তি এল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ওই মূর্তি মন্দিরে রেখে পুজো করতে চান।
জানা গিয়েছে, বাঁধমোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার দিন দুয়েক আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। সেইসময়ই তাঁর জালে উঠে আসে মূর্তিটি। তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়িতে ফিরে যান তিনি। পরে তিনি বিষয়টি পরিবার ও এলাকাবাসীদের জানান। এরপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মূর্তিটি।
মূর্তি বসিয়ে, তাতে সিঁদুর লেপে, ফুল দিয়ে পূজা করেছেন এলাকার বাসিন্দারা। এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে গেলেও গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান। আপাতত পুলিশের কাছে আছে ওই মূর্তি।





