Donald Trump: ‘বদ্ধ পাগল’, ট্রাম্পের ‘মনমর্জি’ থামাতে পথে ১০ হাজার মানুষ, ক্ষোভের আঁচ বাড়ছে ভিন দেশেও
Protest Against Donald Trump: শনিবার প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো, লস অ্যাঞ্জেলস সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের হয়।

ওয়াশিংটন: অগাধ আস্থা রেখেই দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট পদে বসিয়েছিলেন আমেরিকাবাসী। তার মূল্য যে এভাবে চোকাতে হবে, তা হয়তো কল্পনা করেননি। যে ট্রাম্প এত বিপুল জনসমর্থন পেয়েছিলেন, তার বিরুদ্ধেই হাজার হাজার মানুষ পথে নামল। চলল বিক্ষোভ, স্লোগান।
ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে মাথায় হাত আমেরিকাবাসীর। বিভিন্ন দেশে ট্যারিফ বা আমদানি শুল্ক চাপাতেই আমেরিকার অর্থনীতির উপরও জমেছে কালো মেঘ। আর্থিক মন্দার পূর্বাভাস দেওয়া হচ্ছে। তাতেও মাথা নত করতে করতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই আচরণেই ক্ষুব্ধ মার্কিনবাসী। তাই প্রতিবাদে পথে নামলেন তারা।
শনিবার প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো, লস অ্যাঞ্জেলস সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের হয়। ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর এটাই প্রথম এত বড় বিক্ষোভ।
কী নিয়ে ক্ষোভ?
ক্ষমতায় বসার পর ইলন মাস্কের পরামর্শে বিপুল হারে সরকারি কর্মী ছাঁটাই থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করা, তৃতীয় লিঙ্গের স্বীকৃতিকে অস্বীকার- এগুলিই জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। বিক্ষুব্ধ জনগণের কেউ ট্রাম্পকে ‘বদ্ধ পাগল’ বলেছেন, কেউ আবার বলেছেন ‘সুবিধা পেয়ে আসা শেতাঙ্গের মনমর্জিতে দেশ নিয়ন্ত্রণ’। ট্রাম্পের সরকার পরিচালনের নীতিতে পরিবর্তন আনার দাবি জানান। লস অ্যাঞ্জেলসে যেমন ট্রাম্পের গর্ভপাত বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তেমনই আবার ডেনভার, কলোরাডোয় বড় বড় পোস্টারে দেখা যায় লেখা রয়েছে “আমেরিকার রাজার দরকার নেই।”





