কাজের চাপে আজকাল সকলের হাতেই সময় কম। প্রতিনিয়ত সকলেই ছুটছেন। অফিস থেকে ব্যক্তিগত জীবন টার্গেট রয়েছে সর্বত্র। কোভিড পরবর্তীকালে সব অফিসেই বেড়েছে কাজের চাপও। যে কারণে ছুটি যদি কোনও ভাবে একচা মিলে যায় তাহলে তার সদ্ব্যবহার করতে কিন্তু কেউ ছাড়েন না। একটানা কাজে ক্লান্তি, বিরক্তি আসতে বাধ্য। এবার ছুটি শুরু হয়েছে শুক্রবার থেকেই। লং উইকএন্ড। অনেকেই পরিবার, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন। কেউ আবার ব্যস্ত হাউস পার্টিতেই