AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singh Sankranti 2023: সিংহ রাশিতে সূর্য সংক্রান্তি, ধনপ্রাপ্তির ভাগ্য ফিরবে এই ২ রাশির

Zodiac Signs: বর্তমানে কর্কট রাশিতে বসে রয়েছেন সূর্যদেব। আগামী ১৭ অগস্ট নিজের রাশি সিংহ রাশিতে সূর্যদেব প্রবেশ করবেন। প্রতি বছর একবার সিংহ রাশিতে প্রবেশ করে সূর্যগ্রহ।

Singh Sankranti 2023: সিংহ রাশিতে সূর্য সংক্রান্তি, ধনপ্রাপ্তির ভাগ্য ফিরবে এই ২ রাশির
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 3:06 PM
Share

সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজারা প্রতি মাসে তাদের রাশি পরিবর্তন করেন। ভগবান সূর্যের এই রূপান্তরকে সংক্রান্তি বলা হয়। এইভাবে সূর্যদেব যে রাশিতে প্রবেশ করেন তার নামের সঙ্গে সংক্রান্তি যোগ করা হয়। সূর্য দেবতার এই রূপান্তরের প্রভাব বেশ কয়েকটি রাশির উপর পড়ে আবার অনেক রাশির জাতকরা এর সুফলও পেয়ে থাকেন। বিশ্বাস করা হয় যে, সূর্য সংক্রান্তির দিন, ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে একটি তামার পাত্র দিয়ে ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে পারেন।, ভগবান সূর্যকে লাল ফুল, লাল বস্ত্র, গম ইত্যাদি দান করা উচিত। এমনটা করলে ভগবান সূর্য অত্যন্ত প্রসন্ন হন ও ভক্তদের বিশেষ আশীর্বাদ করেন।

বর্তমানে কর্কট রাশিতে বসে রয়েছেন সূর্যদেব। আগামী ১৭ অগস্ট নিজের রাশি সিংহ রাশিতে সূর্যদেব প্রবেশ করবেন। প্রতি বছর একবার সিংহ রাশিতে প্রবেশ করে সূর্যগ্রহ। ভগবান সূর্যের পরিবর্তনের কারণে কিছু রাশির জাতকের বহুল সম্পদ বৃদ্ধি পাবে ও সমাজে সম্মান বৃদ্ধি পাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে প্রতি মাসে সংক্রান্তির দিনে সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে পাড়ি দেন। এই মাসে, কর্কট থেকে স্থানান্তর করার পরে, ১৭ অগস্ট, বেলা ১টা ৪৪ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে, তাই এদিন পালিত হবে সিংহ সংক্রান্তি।

সিংহ রাশি: সিংহ সংক্রান্তির দিন ভগবান সূর্য সিংহ রাশির ঊর্ধ্বে প্রবেশ করবেন। যে কারণে এই রাশির জাতকরা শুভ সুবিধা পাবেন। এর পাশাপাশি সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবে তার ফলে আপনি পদোন্নতি পেতে পারেন। এই সময়ে, অন্যদের সাহায্য তো করবেনই, তেমনি মানুষের মন জয় করবেন।

মিথুন রাশি: সিংহ সংক্রান্তি থেকে মিথুন রাশির তৃতীয় ঘরে সূর্য অবস্থান করবে। এমতাবস্থায় মিথুন রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি ও প্রশংসা উভয়ই পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি স্মরণীয় ভ্রমণও হতে পারে।