Jammu And Kashmir Terror: কাশ্মীরে ফের জঙ্গি হানা! সেনা অভিযানে খতম ৫ সন্ত্রাসবাদী

Jammu And Kashmir Terror: কাশ্মীরের কাদ্দের এলাকায় বেশ কয়েকদিন ধরে বেড়েছিল জঙ্গি কার্যকলাপ। নজর রেখেছিল সেনাবাহিনী। এরপরেই কাশ্মীর পুলিশের সঙ্গে জোট বেঁধে অভিযানে নেমে পড়ে সেনাবাহিনী।

Jammu And Kashmir Terror: কাশ্মীরে ফের জঙ্গি হানা! সেনা অভিযানে খতম ৫ সন্ত্রাসবাদী
কাশ্মীর সেনার যৌথ অভিযানImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 19, 2024 | 1:40 PM

কাশ্মীর: বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হল কাশ্মীরের বুকে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় অভিযান চালাল যৌথ বাহিনী। ইতিমধ্যে সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৫ জঙ্গির।

পুলিশি সূত্রে খবর, কাশ্মীরের কাদ্দের এলাকায় বেশ কয়েকদিন ধরে বেড়েছিল জঙ্গি কার্যকলাপ। নজর রেখেছিল সেনাবাহিনী। এরপরেই কাশ্মীর পুলিশের সঙ্গে জোট বেঁধে অভিযানে নেমে পড়ে সেনাবাহিনী।

জানা যায়, যৌথ বাহিনীর অভিযান শুরু করার পরেই উল্টো দিক থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সহ্য করেননি জওয়ানরাও। শুরু হয় প্রত্যাঘাত। বেশ কিছুক্ষণ ধরে দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় চলে গুলিবৃষ্টি। নিহত হয় পাঁচ সন্ত্রাসবাদীর। তবে এখানেই যে অভিযান থেমে গিয়েছে এমনটা নয়। গোপন সূত্রে খবর, কুলগাম এলাকায় পুলিশি অভিযান এখনও চলছে। আরও কিছু জঙ্গি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবে নিরাপত্তারক্ষীরা।

প্রসঙ্গত, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকেই কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে বলেই বারংবার দাবি করেছিল পদ্ম শিবির। তবে চলতি বছরেই সেই দাবি অনেকটাই পাল্টে গিয়েছে। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী কাশ্মীর নতুন করে উত্তেজনা দেখছে দেশবাসী। প্রতিনিয়ত উঠে আসছে সেনা-জঙ্গিতে সংঘাতের খবর। গত মাসেই কাশ্মীরের অনন্তনাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে খতম করে সেনা। তার আগে ২০ অক্টোবর জঙ্গির হামলায় মৃত্যু হয়েছিল মোট সাত জনের।

নির্বাচন পরবর্তী কাশ্মীরে কাটছে না অশান্তির রেশ। প্রতি মূহুর্তে উঠে আসছে মৃত্যুর খবর। এই প্রসঙ্গেই নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘সদ্য গঠিত সরকারকে বিপদে ফেলতেই বারংবার এই প্রকার ঘটনা ঘটছে’।