Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

POCSO Act: যৌন নির্যাতন রুখতে নতুন দাওয়াই! ক্লাস এইটের সিলেবাসে এবার পকসো আইন

POCSO Act: প্রসঙ্গত, কাজটা শুরু হয়ে গিয়েছিল ২০১৪ সালেই। সেই সময় পঞ্চম শ্রেণির সিলেবাসে ‘গুড টাচ, ব্যাড টাচ’ বিষয় যুক্ত করা হলেও পকসো আইন নিয়ে খুব বেশি কিছু ছিল না। সূত্রের খবর, ২০২২ সালে শিশু অধিকার কমিশন শিক্ষা দফতরকে বিষয়টি দেখার জন্য বলে। তারপরই পুরোদমে শুরু হয়ে গিয়েছিল কাজ।

POCSO Act: যৌন নির্যাতন রুখতে নতুন দাওয়াই! ক্লাস এইটের সিলেবাসে এবার পকসো আইন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2025 | 10:54 PM

কলকাতা: পশ্চিমবঙ্গ তো বটেই, বিগত কয়েক বছরে গোটা দেশেই বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। বহু ক্ষেত্রেই টার্গেট নাবালক-নাবালিকারা। বিগত কয়েক মাসে তো বাংলার একাধিক প্রান্তে বারবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একাধিক নাবালিকা। গুড়াপ থেকে কুলতলি- খুন-ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা পর্যন্ত দিয়েছে পকসো আদালত। কিন্তু, তারপরেও অবস্থার পরিবর্তন কোথায়? তাই এবার একেবারে ছোট থেকেই বাচ্চাদের ‘গুড টাচ, ব্যাড টাচ’ বোঝাতে মাঠে নামতে চাইছে স্কুল শিক্ষা দফতর। সেই সঙ্গে ক্লাস এইট থেকেই বোঝানো হবে শিশুদের উপর যৌন হেনস্থা বিরোধী পকসো আইনের ব্যাপারে। সূত্রের খবর এমনটাই। 

প্রসঙ্গত, কাজটা শুরু হয়ে গিয়েছিল ২০১৪ সালেই। সেই সময় পঞ্চম শ্রেণির সিলেবাসে ‘গুড টাচ, ব্যাড টাচ’ বিষয় যুক্ত করা হলেও পকসো আইন নিয়ে খুব বেশি কিছু ছিল না। সূত্রের খবর, ২০২২ সালে শিশু অধিকার কমিশন শিক্ষা দফতরকে বিষয়টি দেখার জন্য বলে। তারপরেই শুরু হয়ে যায় কাজ। 

২০২৩ সালে প্রথমবার ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা এই নিয়ে পড়ে। সিলেবাসেও জুড়ে দেওয়া হয়। কিন্তু তা ছিল খুব প্রাথমিক পর্যায়ের। এবার আরও বিশদে তা যুক্ত হচ্ছে অষ্টম শ্রেণির সিলেবাসে। নতুন বইও ছেপে চলে এসেছে স্কুলে। কিন্তু, আইনের কঠিন বিষয় বুঝতে গিয়ে পড়ুয়ারা যাতে চাপে না পড়েন তাও সিলেবাস তৈরির সময় খেয়াল রাখতে বলা হয়েছিল বিশেষজ্ঞদের। সহজভাবে তাঁরা বিষয়টি বুঝতে পারে, একটা সম্যক ধারনা তৈরি হয় আইন সম্পর্কে তা দেখতে বলা হয়েছিল। তা মেনেই যৌন নিগ্রহ বিরোধী বেশ কিছু ছড়া, কবিতা যোগ করা হয়েছে। তাতেই প্রতিবাদ থেকে সমস্যায় পড়লে উত্তরণেরও দিশা দেখানো হয়েছে।