Jaipur: ৩০০ টাকার গয়না বেচল ৬ কোটিতে! ভারতে এসে মাথা চাপরাচ্ছেন মার্কিন মহিলা

Jaipur: যে গয়নার দাম মাত্র ৩০০ টাকা। তাই, এক মার্কিন মহিলাকে ৬ কোটি টাকায় বিক্রি করেছিল রাজস্থানের এক গয়না ব্যবসায়ী। ২০২২-এই সোশ্যাল মিডিয়ায় ওই গয়না ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছিল প্রতারিত মার্কিন মহিলার। গত দুই বছর ধরে চলছিল এই প্রতারণা কারবার।

Jaipur: ৩০০ টাকার গয়না বেচল ৬ কোটিতে! ভারতে এসে মাথা চাপরাচ্ছেন মার্কিন মহিলা
চরম ঠকলেন মার্কিন মহিলাImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 11, 2024 | 8:25 PM

জয়পুর: যে গয়নার দাম মাত্র ৩০০ টাকা। তাই, এক মার্কিন মহিলাকে ৬ কোটি টাকায় বিক্রি করেছিল রাজস্থানের এক গয়না ব্যবসায়ী। ২০২২-এই সোশ্যাল মিডিয়ায় ওই গয়না ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছিল প্রতারিত মার্কিন মহিলার। গত দুই বছর ধরে চলছিল এই প্রতারণা কারবার। কিন্তু, চলতি বছরের এপ্রিলে মার্কিন মহিলা জানতে পারেন সোনা বলে তাঁকে নকল গয়না বিক্রি করা হচ্ছিল। তারপরই তিনি সোজা উড়ে এসেছেন ভারতে। সাহায্য চেয়েছেন স্থানীয় পুলিশ, এমনকি মার্কিন দূতাবাসেরও। প্রাথমিকভাবে, প্রতারণার কথা অস্বীকার করলেও, থানা-পুলিশ করার পর আপাতত চম্পট দিয়েছে ওই গয়না ব্যবসায়ী। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

রাজস্থান পুলিশ জানিয়েছে, রাজস্থানের জয়পুরের জোহরি বাজারের একটি দোকান থেকে ওই গয়নাগুলি কিনেছিলেন চেরিশ নরতেজ নামে ওই মার্কিন মহিলা। ২০২২-এ সালে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল জোহরি বাজারের গয়না ব্যবসায়ী গৌরব সোনির। গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনি কৃত্রিম গয়নার ব্যবসা করেন। রুপোর তৈরি গয়নার উপর সোনার পালিশ করে বিক্রি করেন। কিন্তু, তা বুঝতে পারেনি চেরিশ। গত দুই বছর ধরে একের পর এক কৃত্রিম অলঙ্কার কিনেছেন, দাম দিয়েছেন আসল সোনার গয়নার। এই ভাবে সোনিদের তিনি প্রায় ৬ কোটি টাকা দিয়েছিলেন। এই ভাবে হয়তো আরও বহু টাকা বেরিয়ে যেত তাঁর। কিন্তু, চলতি বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদর্শনীই তাঁকে আরও ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।

ওই প্রদর্শনীতে, সোনিদের কাছ থেকে কেনা গয়নাগুলি রেখেছিলেন চেরিশ। প্রদর্শনীতেই গয়নাগুলি জাল বলে ধরা পড়ে। এরপরই ভারতে উড়ে আসেন চেরিশ। প্রথমেই তিনি জোহরি বাজারে সৌনিদের দোকানে গিয়েছিলেন। গৌরব সোনির মুখোমুখি হয়ে তিনি টাকা ফেরত চান। কিন্তু, তাঁর অভিযোগ খারিজ করে দিয়েছিল গৌরব। এরপর, চেরিশ, জয়পুর পুলিশে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। মার্কিন দূতাবাসের কাছেও সাহায্য চান। দূতাবাসের পক্ষ থেকে জয়পুর পুলিশকে বিষয়টির তদন্ত করার অনুরোধ করা হয়।

এরপরই বিপদ বুঝে পালায় গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সোনি। পলাতক গৌরবের স্ত্রী রজনীও। স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রতারণার অর্থের একটা বড় অংশ স্থানান্তর করেছেন তিনি। পুলিশ আপাতত তাদের সকলকেই খুঁজছে। জয়পুর পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, “ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষ এক দল গঠন করা হয়েছে।” ইতিমধ্যে, নন্দ কিশোর নামে এক ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চেরিশ নরতেজকে যে নকল গয়নাগুলি বিক্রি করা হয়েছিল, সেগুলির জন্য জাল হলমার্ক সার্টিফিকেট দিয়েছিল ওই ব্যক্তি।

ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR