AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi University Polls: ছাত্রভোটেও শূন্য বাম, ABVP-র ঝড়ে কাঁপল গোটা বিশ্ববিদ্যালয়

ABVP Wins Delhi University: দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র পরিষদের মোট চারটি পদের তিনটি জিতেছেন আরএসএস সমর্থিত এবিভিপি প্রার্থীরা। আর একটি মাত্র পদ জিতেছেন কংগ্রেস সমর্থিত এনএসইউআই-র প্রার্থী। জানা গিয়েছে, পরিষদের সভাপতি পদের জন্য অন্যতম পদপ্রার্থী ছিল দু'জন।

Delhi University Polls: ছাত্রভোটেও শূন্য বাম, ABVP-র ঝড়ে কাঁপল গোটা বিশ্ববিদ্যালয়
দিল্লিতে কেমন গেল ছাত্রভোট?Image Credit: X
| Updated on: Sep 19, 2025 | 4:11 PM
Share

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্য়ালয়ে ঝড় তুলল বিজেপির ছাত্র পরিষদ তথা আরএসএস সমর্থিত অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ বা এবিভিপি। কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়াকে ছিটকে দিয়ে একের পর এক পদ নিজেদের কবলে নিয়ে নিল তারা। কংগ্রেসের সভাপতি পদপ্রার্থীকে হারাল ১৬ হাজার ভোটে।

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্য়ালয়ে আয়োজিত হয়েছিল ছাত্র পরিষদ নির্বাচন। ভোট দিয়েছেন আড়াই লক্ষের অধিক পড়ুয়া। ছাত্র পরিষদের নির্বাচন হলেও, তা ঘিরে উত্তেজনা ছিল টানটান। ৫২টি কেন্দ্র ও ১৯৫টি বুথ-সহ হয়েছে নির্বাচন প্রক্রিয়া। আনা হয়েছিল ৭১১টি ইভিএম। ভোট পড়েছে ৩৯ শতাংশ।

দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র পরিষদের মোট চারটি পদের তিনটি জিতেছেন আরএসএস সমর্থিত এবিভিপি প্রার্থীরা। আর একটি মাত্র পদ জিতেছেন কংগ্রেস সমর্থিত এনএসইউআই-র প্রার্থী। জানা গিয়েছে, পরিষদের সভাপতি পদের জন্য অন্যতম পদপ্রার্থী ছিল দু’জন। একদিকে এবিভিপির প্রার্থী আর্য মান। অন্যদিকে, কংগ্রেস সমর্থিত এনএসইউআইয়ের প্রার্থী জোসলিন নন্দিতা চৌধুরী।

শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৮ হাজারের বেশি ভোট পেয়ে এই পদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি পদে বসলেন আর্য। অন্য়দিকে এনএসইউআই প্রার্থী পেয়েছেন ১২ হাজারের সামান্য অধিক ভোট। শুধুই সভাপতি পদই নয়। সচিব ও যুগ্ম সচিব পদেও জয় লাভ করেছে বিজেপির ছাত্রদল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সচিব হয়েছেন কুণাল চৌধুরী এবং যুগ্ম সচিব হয়েছে দীপিক ঝা। একমাত্র সহ-সভাপতি পদে জয় লাভ করেছে এনএসইউআই-র প্রার্থী রাহুল ঝান্সলা। এই নির্বাচনে অংশ নিয়েছিল বাম সমর্থিত দুই ছাত্রদল এসএফআই ও আইসা। কিন্তু তাদের হাত আপাতত শূন্যই।