AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aditya L1: পৃথিবীর মায়া কাটিয়ে নতুন কক্ষপথে প্রবেশ আদিত্য L-1-এর, সূর্যকে নাগালে পেতে আরও কত পথ যেতে হবে?

ISRO: পৃথিবীর মায়া কাটিয়ে L1 পয়েন্টের দিকে যাত্রা শুরু করল আদিত্য। ইতিমধ্যে ঢুকে পড়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে। সোমবার গভীর রাত থেকেই সফল় অপারেশন শুরু হয়েছে। এই নিয়ে পঞ্চমবার সৌরজগতের সদস্যের দিকে যাত্রা ইসরোর। চন্দ্রযান, মঙ্গলযানের পর এবার সূর্যযান।

Aditya L1: পৃথিবীর মায়া কাটিয়ে নতুন কক্ষপথে প্রবেশ আদিত্য L-1-এর, সূর্যকে নাগালে পেতে আরও কত পথ যেতে হবে?
সূর্যের আরও কাছে পৌঁছল আদিত্য-এল১।Image Credit: ISRO
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:55 AM
Share

বেঙ্গালুরু: চন্দ্রযান-৩ -এর পর এবার সাফল্যের পথে ইসরো (ISRO)-র সূর্যযান আদিত্য L1। পৃথিবীর মায়া কাটিয়ে L1 পয়েন্টের দিকে যাত্রা শুরু করল আদিত্য (Aditya L1)। ইতিমধ্যে ঢুকে পড়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে। সোমবার গভীর রাত থেকেই সফলভাবে অপারেশন শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে পঞ্চমবার সৌরজগতের সদস্যের দিকে যাত্রা ইসরোর। এর আগে তিনবার চন্দ্রযান, একবার মঙ্গলযান পাড়ি দিয়েছিল মহাকাশে। এবার ইসরোর লক্ষ্য সূর্য।

ইসরো সূত্রে খবর, পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে সূর্যযান আদিত্য L1-এর সফল প্রবেশ হয়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে। সোমবার রাত ২টো নাগাদ ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ করেছে আদিত্য L1। এর মধ্য দিয়ে আদিত্য-র নতুন যাত্রা শুরু হল। এবার ১৫ লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে L1-এর কাছে কক্ষপথে ঢুকবে আদিত্য। সবকিছু ঠিকঠাক চললে এই দীর্ঘ পথ পেরোতে আদিত্য-র সময় লাগবে ১১০ দিন। এই যাত্রাপথ পেরিয়ে L1-এর কাছে কক্ষপথে আদিত্যর সফল প্রবেশ ঘটলেই সূর্যের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে ইসরোর এই যান। তারপর পৃথিবী ও সূর্যের মাঝে ওই কক্ষপথে ঘুরতে-ঘুরতেই সূর্যের উপর পর্যবেক্ষণ করবে আদিত্য L1। সেখান থেকে সূর্যের ছবি পাঠাবে। আর সেই ছবি ধরে চলবে ইসরোর নিরীক্ষণ।

অর্থাৎ ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশের পর এবার L1-এর কাছে কক্ষপথে আদিত্যর সফল প্রবেশ ঘটলেই সূর্য ইসরোর প্রায় হাতের নাগালে চলে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, চন্দ্রযান-৩-র সাফল্যের পর গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল ইসরোর সূর্যযান আদিত্য-L1। তারপর ৩, ৫, ১০ ও ১৬ সেপ্টেম্বর একের পর এক কক্ষপথ পরিবর্তন করেছিল আদিত্য। এদিন আরও একটি পথ অতিক্রম করল।