Mamata in Meghalaya : পাঁচ বছরে কী করেছে সরকার? মেঘালয়ে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড দেখতে চাইলেন মমতা

Mamata in Meghalaya : বুধবার মেঘালয়ের তুরাতে জনসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata in Meghalaya : পাঁচ বছরে কী করেছে সরকার? মেঘালয়ে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড দেখতে চাইলেন মমতা
মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 5:39 PM

শিলং: গতকালই মেঘালয়ে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৩-এই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। তার আগে তৃণমূলের হয়ে প্রাচারের উদ্দেশে পাহাড়ে বারংবার যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (TMC Supremo) মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুনরায় পাহাড়ে অভিষেক ও মমতা। এ দিন মেঘালয়ের তুরাতে রয়েছে সভা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে আমন্ত্রণ জানানো হয়।

  1. এটা দুর্নীতিগ্রস্ত ও প্রক্সি বিজেপি সরকার। মানুষের জন্য এখনও পর্যন্ত কিছু করেনি। কেন্দ্রীয় সরকার আমাদের কোনও টাকা দেয় না। নিজেদের সরকার চালিত রাজ্যগুলিকেই টাকা দেয়। কিন্তু এখানে এত বছর পরেও বিদ্যুৎ কেন আসেনি। যুব সম্প্রদায়ের জন্য কোনও কর্মসংস্থান নেই। সমগ্র দেশে যেখানে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে পশ্চিমবঙ্গে বেকার যুবকও কমেছে ৪০ শতাংশ।
  2. আকাশের মতো উঁচু আপনাদের সংস্কৃতি। যদি বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী হয় তাহলে মেঘালয় রিদিম কালাচারাল অব ইন্ডিয়া।
  3. বিজেপির দুটি মুখ রয়েছে। ডবল ইঞ্জিন সরকার। নির্বাচনের সময় তাঁরা একরকম কথা বলবেন। আর নির্বাচনের পরে তাঁরা অন্য কিছু করবেন।
  4. তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা পাহাড়ে সুশাসন আনতে পারে। মনে রাখবেন আমি সব মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১ হাজার টাকা করে দিই।
  5. অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম না করে মমতা এদিন বলেন, “একজন নিজেকে উত্তর-পূর্ব ভারতের প্রধানমন্ত্রী ভাবছেন। গুয়াহাটি থেকে তিনি এই অঞ্চল পরিচালনা করছেন। তাঁরা কেন জমি নিয়ে বিবাদের মীমাংসা করছে না।”
  6. নির্বাচনের সময় বিনামূল্যে মেলে পেট্রোল। গৃহস্থালির গ্যাসে দেয় ছাড়। তখন তাঁরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তাঁরা নির্বাচনের সময় হিরো হতে চান।
  7. রিপোর্ট কার্ড কোথায়। ৫ বছর ধরে কী করেছে সরকার। আমরা তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি আগে রিপোর্ট কার্ড দেখান। তারপর সব কথা বলবেন।
  8. আমি আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এখানে হেলিকপ্টারে এসেছি। তাতে ৪৫ মিনিট সময় লেগেছে। অসম থেকে এলেও ৪৫ মিনিটই সময় লাগত। তাই এই সুবিধার জন্য বাংলার সঙ্গে মেঘালয়ের সরাসরি গেটওয়ে তৈরি করা উচিত। উত্তর-পূর্ব অঞ্চলের জন্য গেটওয়ে হল কলকাতা।
  9. ৬০ হাজার শিশুকে আমরা বিনামূল্যে হার্টের অপরাশেন করিয়েছি। প্রসবের সময় বহু মা মারা যান। তাঁদের সন্তানদের জন্যও মিল্ক ব্যাঙ্ক রয়েছে। পড়ুয়াদের ১০ লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড দিই।
  10. আমরা ১০ কোটি মানুষের মধ্যে ৯.৫ কোটি সাধারণ মানুষদেরই বিনামূল্যে রেশন দিই। এমনকী তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছে সেগুলি। আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও দিই। দিল্লি, অসমে কত খরচ। কলকাতায় আসুন। আমরা বিনামূল্যে পরিষেবা দেব।
  11. আমি রাজনীতি ভালবাসি। রাজনীতি আমার পেশা নয়। এটা আমার নেশা। আমার মনে হয়েছে জনসাধারণের সেবা করা উচিত রাজনীতির আঙিনায় থেকে। তাই এখন কোথাও আগুন লাগলে, দুর্ঘটনা ঘটলে সরকারে থেকেই আমরা সাহায্য করতে পারি। কেউ মারা গেলে পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারি। আমরা প্রতি বছর কৃষকদের ১০ হাজার টাকা করে দিই।
  12. আপনারা হয়ত জানেন না আমাকে এখনও আরও কী কী সহ্য করতে হচ্ছে। আমার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। আমার মাথা পুরো থেতলে গিয়েছিল। আমার দুই চোখের অস্ত্রোপচার হয়েছে। আমার দুই হাতে অস্ত্রোপচার হয়েছে। আমার পিঠেও অস্ত্রোপচার হয়েছে। আমারে পেটে অস্ত্রোপচার হয়েছে। আমার সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গিয়েছে। তবুও আমি এইসব নোংরা বা দুষ্টু মানুষের কাছে মাথা নত করিনি।
  13. ছাত্রজীবন থেকেই আমার জীবনে প্রথমে বামপন্থীদের বিরুদ্ধে লড়েছিলাম। তখন আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস আমাকে সেই সুরক্ষা দিতে পারেনি। আমার ভাই ও বোনেরা আপানারা কল্পনা করতে পারবেন না আমার উপর কীভাবে অত্যাচার করা হত।
  14. আপনারা নিশ্চয় ‘পলিটিক্যাল হাংরি’। আপনারা যদি বর্তমানের দুর্নীতিগ্রস্ত সরকার পরিবর্তন করতে চান তাহলে তৃণমূলই কেবলমাত্র বিকল্প। আর কোনও বিকল্প রাজনৈতিক দল নেই।
  15. এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথমেই আমি মেঘালয়কে স্যালুট করতে চাই তার গৌরবের জন্য। পরের বার আমি এখানে আসব এবং আপনাদের স্থানীয় ভাষা শিখব। “
  16. পরবর্তী ৫০ দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে আগামী ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন মিটমাট হয়ে যাবে। ফলাফলও প্রকাশ হয়ে যাবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সকলের কাছে নত হয়ে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা শুধু নিজেদের জীবনের পরবর্তী ৫০ দিন শুধু আমাদের দিন। আমি নিশ্চিত করছি, প্রত্যেক তৃণমূল কর্মী ও আপনাদের জনপ্রতিনিধি আগামী পাঁচ বছর আপনাদের জন্য উৎসর্গ করবে। আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে।
  17. গত নভেম্বরে এসে আমি বলেছিলাম গারোতে বিজেপি একটিও ভোট পাবে না। আপনাদের আমাদের প্রতি এই ভালবাসা ও উৎসাহ দেখে আমি অন রেকর্ড বলছি নির্বাচনী ফলাফল প্রকাশ হলে দেখতে পাবেন গারোতে এনপিপি একটিও আসন পাবে না।
  18. আমি সেইসব কুশলীদের ধন্যবাদ জানাই যাঁরা তৃণমূলের প্রচারের গান তৈরি করেছেন। অল্প সময়ের মধ্যেই এই গান খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
  19. এটা কেবলমাত্র সময়ের বিষয়। সব মেঘালয়বাসী আসবেন এবং নিশ্চিত করবেন যাতে এই রাজ্যের স্বর্ণালি মুহূর্তগুলি ফিরিয়ে আনা হয়।
  20.  মেঘালয়ের তুরার জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজকের এই বৈঠক আসলে ঐতিহাসিক হতে চলেছে। আজ ১৮ জানুয়ারি। ১৫ দিন আগে এই জনসভার পরিকল্পনা করা হয়েছিল। আর আজই নির্বাচন কমিশনের তরফে মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা। আর আজ এই অনুষ্ঠান থেকেই এনপিপি ও দুর্নীতিগ্রস্ত এনডিএ সরকারের পেরেক পোঁতা হবে।”

আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?