Pak Intruder: পঞ্জাব সীমান্তে জওয়ানদের গুলিতে মৃত্যু পাক অনুপ্রবেশকারীর

ওই অনুপ্রবেশকারী পাল্টা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। এরপর জওয়ানরা পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।

Pak Intruder: পঞ্জাব সীমান্তে জওয়ানদের গুলিতে মৃত্যু পাক অনুপ্রবেশকারীর
বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু পাক অবনুপ্রবেশকারীর। ছবি: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 12:23 PM

চণ্ডীগঢ়: ফের ভারত ভূ-খণ্ডে প্রবেশের চেষ্টা পাক অনুপ্রবেশকারীর! যদিও বিএসএফ জওয়ানদের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং জওয়ানদের গুলিতে সীমান্তেই মৃত্যু হয় সন্দেহভাজন ওই পাক অনুপ্রবেশকারীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে। এই নিয়ে গত ১০ দিনে পঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশ আটকাল বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, এদিন সকাল ৮টা নাগাদ পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের পাকিস্তান চান্না সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এক অনুপ্রবেশকারী। ঘটনাটি সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই তাঁরা ওই অনুপ্রবেশকারীর পিছু ধাওয়া করেন। তখন ওই অনুপ্রবেশকারী পাল্টা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। এরপর জওয়ানরা পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন সকালে গুরুদাসপুর সেক্টরে জওয়ানদের গুলিতে মৃত ওই ব্যক্তি পাক অনুপ্রবেশকারী বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার দেহের পাশ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এছাড়া আর কোনও অনুপ্রবেশকারী কাঁটাতার পেরিয়ে ভআরত ভূ-খণ্ডে প্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই পঞ্জাবের সীমান্তবর্তী ফাজিলকা জেলার গাত্তি আজাইব সিং গ্রামের কাঁটাতার পেরিয়ে কয়েকজন ভারত ভূ-খণ্ডে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বিএসএফ-এর জওয়ানরা দেখা মাত্রই তাদের পিছু ধাওয়া করে। পরপর কয়েক রাউন্ড গুলিও ছোড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বেগতিক বুঝে অনুপ্রবেশকারীরা কাঁটাতারের ওপার থেকে কয়েকটি প্যাকেট ছুড়ে দিয়ে পালিয়ে যায়। সেগুলি মাদকের প্যাকেট এবং অনুপ্রবেশকারীরা আদতে মাদক পাচারকারী ছিল বলে বিএসএফ-এর প্রাথমিক অনুমান। অন্যদিকে, সোমবারও পঞ্জাবের গুরুদাসপুর সেক্টর থেকে উদ্ধার হয় মাদক বোঝাই একটি ড্রোন। আবার গত মাসে গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির ২৫০ মিটার উপর উড়তে দেখা গিয়েছিল একটি ড্রোন। BSF জওয়ানরা দেখা মাত্রই গুলি ছোড়ে এবং ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। তারপর এলাকায় চিরুনি তল্লাশি শুরু হলেও কিছু পাওয়া যায়নি।