Hooch tragedy in Bihar: ‘ড্রাই’ বিহারে বিষমদ খেয়ে মৃত ৮, অসুস্থ হয়েও অনেকে গা-ঢাকা দেওয়ার আশঙ্কা

Hooch tragedy in Bihar: ঘটনার তদন্তে SIT গঠন করেছে বিহার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট ঘটনার তদন্ত করবে। সারনের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ কুমার জানান, ঘটনার খবর পেয়েই একটি মেডিক্যাল টিম ইব্রাহিমপুর এলাকায় যায়।

Hooch tragedy in Bihar: 'ড্রাই' বিহারে বিষমদ খেয়ে মৃত ৮, অসুস্থ হয়েও অনেকে গা-ঢাকা দেওয়ার আশঙ্কা
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Oct 17, 2024 | 12:14 AM

পটনা: বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। সেই ‘ড্রাই’ রাজ্যেই বিষমদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি। সিওয়ান ও পার্শ্ববর্তী সারন জেলায় ঘটনাটি ঘটেছে। আর অনেকে অসুস্থতা সত্ত্বেও হাসপাতালে ভর্তি হননি বলে আশঙ্কা করা হচ্ছে। অসুস্থদের খোঁজে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আট বছর আগে বিহারে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার পরও বিহারে একাধিকবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সিওয়ান ও পার্শ্ববর্তী সারন জেলায় বিষমদ খেয়ে পরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এই আশঙ্কায় অসুস্থ হয়েও হাসপাতালে কেউ কেউ ভর্তি হননি বলে আশঙ্কা। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ঘটনার তদন্তে SIT গঠন করেছে বিহার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট ঘটনার তদন্ত করবে। সারনের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ কুমার জানান, ঘটনার খবর পেয়েই একটি মেডিক্যাল টিম ইব্রাহিমপুর এলাকায় যায়। এক মৃতের পরিজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিষমদ খাওয়ার কয়েকঘণ্টা পরই অসুস্থ হয়ে পড়েন অনেকে। মাথাব্যথা শুরু হয়। চোখে দেখতে পাচ্ছিলেন না।

এই খবরটিও পড়ুন

২০১৬ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর বিভিন্ন সময় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের শুরুতে বিষমদ খেয়ে সারনের মাসরাখ মহকুমায় ৭০ জনের বেশি মানুষ মারা যান। একের পর এক ঘটনায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশান্ত কিশোর ইতিমধ্যে জানিয়েছে, তাঁর দল জন সুরজ বিহারে ক্ষমতায় এলে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।