Delhi Election: মিলবে ২১ হাজার টাকা! প্রতিশ্রুতি দিল বিজেপি, কারা হবে উপভোক্তা?
Delhi Election: শুক্রবার, আসন্ন রাজধানীর নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা থেকে রান্নার গ্যাসে ৫০০ টাকা ভর্তুকি, বিজেপির ইস্তেহার জুড়ে প্রতিশ্রুতির পাহাড়।
নয়াদিল্লি: আর কয়েকটা সপ্তাহ। দিল্লিতে বেজে উঠেছে নির্বাচনী ডঙ্কা। সম্মুখ সমরে নেমে পড়েছে যুযুধান শাসক-বিরোধী গোষ্ঠীগুলি। দেওয়া হচ্ছে ভূরি ভূরি প্রতিশ্রুতি। নির্বাচনের সপ্তাহ খানেক আগেই এবার নিজেদের ইস্তেহার প্রকাশ করল বিজেপি।
শুক্রবার, আসন্ন রাজধানীর নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা থেকে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বিজেপির ইস্তেহার জুড়ে প্রতিশ্রুতির পাহাড়।
এদিন ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ‘নির্বাচনে জয় লাভ করলে সর্বপ্রথম সাধারণের স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সূচনা ঘটাবে আমাদের সরকার। আপ সরকারের জন্যেই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’
এছাড়াও, গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন নাড্ডা। তিনি জানান, পুষ্টিকর খাদ্যদ্রব্য-সহ মোট ২১ হাজার টাকা গর্ভবতী মহিলাদের প্রদান করা হবে সরকার তরফে। পাশাপাশি, প্রথম সন্তানের জন্য দেওয়া হবে এককালীন ৫ হাজার টাকা ও দ্বিতীয় সন্তান হলে, তার জন্য দেওয়া হবে ৬ হাজার টাকা।
তবে এখানেই থামেনি প্রতিশ্রুতির তালিকা। রাজ্যের বৃদ্ধদের জন্য পেনশনেরও কথাও উল্লেখ রয়েছে বিজেপির প্রকাশিত সেই ইস্তেহার। জানা যায়, নির্বাচনে জিতলে ৬০ থেকে ৭০ বয়সসীমার মধ্যে থাকা নাগরিকদের মাসিক দুই থেকে আড়াই হাজার টাকা পেনশন দেবে বিজেপির সরকার। ৭০-এর উর্ধ্ব নাগরিকদের প্রদান করা হবে মাসিক ৩ হাজার টাকা। এছাড়াও, শ্রমজীবী মানুষদের পেট ভরিয়ে খাওয়ানোর জন্য শুরু করা হবে ‘অটল ক্যান্টিন’। যেখানে মাত্র পাঁচ টাকা খরচ করলেই পেট ভরে খেতে পারবেন রাজ্যে শ্রমজীবী মানুষরা।