Rajasthan: নাম রয়েছে ৬ সাংসদের, রাজস্থান নির্বাচনের জন্য ৪১ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
Rajasthan Assembly Election 2023: অনেকটা মধ্য প্রদেশের ধাঁচেই বেশ কয়েকজন সাংসদ এবং কেন্দ্রীয় নেতাকে প্রার্থী করা হয়েছে রাজস্থানে। ৪১ জনের মধ্যে নাম রয়েছে ৬জন সাংসদের। ঝটওয়ারা থেকে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
জয়পুর: সোমবারই (৯ অক্টোবর), ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। প্রথম দফায় ৪১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। অনেকটা মধ্য প্রদেশের ধাঁচেই বেশ কয়েকজন সাংসদ এবং কেন্দ্রীয় নেতাকে প্রার্থী করা হয়েছে রাজস্থানে। ৪১ জনের মধ্যে নাম রয়েছে ৬ জন সাংসদের। ঝটওয়ারা থেকে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। এছাড়া, বিদ্যাধর নগর থেকে দিয়া কুমারী, তিজারা থেকে বাবা বালকনাথ, সাপোত্রা থেকে হংসরাজ মীনা এবং সোয়াই মাধোপুর থেকে কিরোদি লাল মীনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূচি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর ভোট গ্রহণ করা হবে রাজস্থান বিধানসভা নির্বাচনের। ফল প্রকাশ হবে বাকি চার রাজ্যের সঙ্গে ৩ ডিসেম্বর।
BJP releases a list of 41 candidates for the upcoming election in Rajasthan.
Rajyavardhan Singh Rathore to contest from Jhotwara, Diya Kumari from Vidhyadhar Nagar, Baba Balaknath from Tijara, Hansraj Meena from Sapotra and Kirodi Lal Meena to contest from Sawai Madhopur. pic.twitter.com/S68CstH35Y
— ANI (@ANI) October 9, 2023
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।