Rahul Gandhi: ৪১ হাজারের টি-শার্ট পরে ‘ভারত জোড়ো যাত্রা’ রাহুলের! ‘ভারত, দেখো’ কটাক্ষ বিজেপির

Rahul Gandhi Controversy: বিজেপির তরফে এই টুইট করতেই শোরগোল পড়ে যান। একদিকে যেমন ভারত জোড়ো যাত্রা নিয়ে কটাক্ষ শুরু হয়, তেমনই আবার অভিযোগ তোলা হয় যে, কংগ্রেসের টাকা গান্ধী পরিবারের পোশাকের উপরই খরচ হচ্ছে।

Rahul Gandhi: ৪১ হাজারের টি-শার্ট পরে 'ভারত জোড়ো যাত্রা' রাহুলের! 'ভারত, দেখো' কটাক্ষ বিজেপির
বারবেরির টি-শার্ট পরে পদযাত্রায় রাহুল।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 8:18 AM

নয়া দিল্লি: বিতর্ক যেন পিছুই ছাড়ে না রাহুলের। দলের ভাবমূর্তি শোধরাতেই কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছে ভারত জোড়ো যাত্রার। সেখানেও জনপ্রিয়তার বদলে বিতর্কই তাড়া করল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে। এবার বিতর্ক তাঁর পরা একটি টি-শার্ট নিয়ে। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি আয়োজিত পদযাত্রাতেই শুক্রবার রাহুল গান্ধীকে একটি সাদা টি-শার্ট পরে থাকতে দেখা যায়। আর সেই টি-শার্ট নিয়ে খোঁচা দিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল যে টি-শার্টটি পরেছেন, তার দাম ৪১ হাজার টাকা!

একাধিক রাজ্য়ে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দলকে পুনর্জ্জীবিত করতেই বিশাল কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস। গোটা ভারতকে এক সূত্রে বাঁধতেই শুরু করা হয়েছে ভারত জোড়ো যাত্রা, যেখানে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ৩৫৭০ কিলোমিটার পথ ১৫০ দিনে অতিক্রম করবেন কংগ্রেস নেতারা। এই পদযাত্রারই নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। তবে ভারত জোড়ো যাত্রার জন্য নয়, বরং সেই পদযাত্রায় পরা এক টি-শার্টের কারণেই বর্তমানে চর্চায় রাহুল গান্ধী।

ভারত জোড়ো যাত্রা শুরুর পর থেকেই আক্রমণ শুরু করেছে বিজেপি। গতকাল বিজেপির তরফে রাহুল গান্ধী ও তাঁর পরিহিত টি-শার্টের ছবি পোস্ট করেই কংগ্রেসকে আক্রমণ করা হয়। টুইটে দেখা যায়, রাহুল গান্ধী যে টি-শার্টটি পরেছেন, সেই বারবেরি ব্রান্ডের। একটি টি-শার্টের দামই ৪১ হাজার ২৫৭ টাকা। এই দুই ছবি পোস্ট করেই বিজেপির তরফে লেখা হয়, “ভারত, দেখো”।

বিজেপির তরফে এই টুইট করতেই শোরগোল পড়ে যান। একদিকে যেমন ভারত জোড়ো যাত্রা নিয়ে কটাক্ষ শুরু হয়, তেমনই আবার অভিযোগ তোলা হয় যে, কংগ্রেসের টাকা গান্ধী পরিবারের পোশাকের উপরই খরচ হচ্ছে। এদিকে, মুখ বুজে থাকেনি কংগ্রেসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ লাখের স্যুট নিয়েও পাল্টা কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে। তবে এই বিষয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী।

বৃহস্পতিবারই ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল জানান, তিনি এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন না। একজন সাধারণ কংগ্রেসকর্মী হিসাবেই তিনি এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। দেশজুড়ে বিজেপি ও আরএসএস যে ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, তা মেটাতেই কংগ্রেসের তরফে এই ভারত জোড়ো যাত্রার সূচনা করা হয়েছে। কন্য়াকুমারী থেকে শুরু হওয়া এই পদযাত্রা কাশ্মীর অবধি হবে। ৩৫৭০ কিলোমিটারের এই দূরত্ব অতিক্রম করকে ১৫০দিন লাগবে। মোট ১২টি রাজ্য ও ২০ টি শহরের মধ্যে দিয়ে হবে এই পদযাত্রা। প্রথমদিনে রাহুল গান্ধী ২০ কিলোমিটার পদ অতিক্রম করেছেন বলে জানা গিয়েছে।