MP Election: কংগ্রেস কর্মীদের তাড়া করল মৌমাছির ঝাঁক
শনিবার মধ্য প্রদেশের পড়লি গ্রামে প্রচারে বেরিয়েছিলেন সেখানকার কংগ্রেসকর্মীরা। ওই গ্রাম ইচ্ছায়ার বিধানসভা কেন্দ্রের অধীনস্ত। সেই গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করছিলেন কংগ্রেসকর্মীরা। ওই বিধানসভায় তাঁদের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আবেদন করছিলেন। এ রকম সময়েই মৌমাছির ঝাঁক উড়ে আসতে শুরু করে।
ভোপাল: ১৭ নভেম্বর মধ্য প্রদেশের ২৩০ বিধানসভা আসনে হবে নির্বাচন। এ নিয়ে ইতিমধ্যেই প্রচার চরমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং কর্মীরা জনতার কাছে গিয়ে ভোট চাইছেন। এ রকমই ভোটের প্রচারে গিয়ে বিপত্তিতে পড়লেন মধ্য প্রদেশের কংগ্রেস কর্মীরা। তাঁদের বিপত্তিতে পড়ার কারণ মৌমাছির ঝাঁক। মৌমাছির ঝাঁকের তাড়ায় প্রচার ভুলে মাঠের মধ্যে দিয়ে ছুট লাগান তাঁরা। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার মধ্য প্রদেশের পড়লি গ্রামে প্রচারে বেরিয়েছিলেন সেখানকার কংগ্রেসকর্মীরা। ওই গ্রাম ইচ্ছায়ার বিধানসভা কেন্দ্রের অধীনস্ত। সেই গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করছিলেন কংগ্রেসকর্মীরা। ওই বিধানসভায় তাঁদের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আবেদন করছিলেন। এ রকম সময়েই মৌমাছির ঝাঁক উড়ে আসতে শুরু করে। মৌমাছির কামড় থেকে বাঁচতে প্রাণপনে ছুটে শুরু করেন কংগ্রেসকর্মীরা।
কিন্তু হঠাৎ কেন মৌমাছি ঝাঁক উড়ে এল সে ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি। অনেক সময় মৌমাছি চাক বদলের জন্য এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। মৌচাকে ঢিল মারলেও মৌমাছি তাড়া করে। কিন্তু এ ক্ষেত্রে কী ঘটেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এ নিয়ে কোনও রাজনৈতিক দোষারোপের অভিযোগও মেলেনি।