Sunburn Festival Controversy: স্ক্রিনে শিবের ছবি, সামনে মদ-গাঁজার মোচ্ছব! চরম বিতর্কে সানবার্ন ফেস্টিভাল
Goa: গত ২৮ ডিসেম্বর থেকে উত্তর গোয়ার ভাগাটোর সমুদ্র সৈকতে শুরু হয়েছে সানবার্ন ফেস্টিভাল। শনিবার ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভাল শেষ হয়। ওই ফেস্টিভালে শিবের ছবি ব্যবহার করা নিয়েই বিতর্কের সূত্রপাত। শুক্রবার রাতেই গোয়ার কংগ্রেস নেতা বিজয় ভিকে মাপুসা থানায় গিয়ে সানবার্ন ফেস্টিভালের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ জানান।
পানাজি: রাত পোহালেই নতুন বছর। নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর বর্ষশেষ ও বর্ষবরণের উদযাপন মানেই অনেকের কাছে পছন্দের জায়গা হল গোয়া (Goa)। সারা বছরই পার্টি, হই-হুল্লোড়ে মেতে থাকে গোয়া, তবে সবথেকে বেশি পর্যটক আকর্ষণ করে গোয়ার সানবার্ন ফেস্টিভাল (Sunburn Festival)। এবার সেই সানবার্ন ফেস্টিভাল ঘিরেই বিতর্ক। অভিযোগ, ওই উৎসবে ভগবান শিবের ছবি ব্যবহার করা হয়েছে। এতে শিবকে অপমান করা হয়েছে। ইতিমধ্যেই সানবার্ন ইডিএম ফেস্টিভালের (EDM Festival) উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কংগ্রেস (Congress)। কঠোর পদক্ষেপের দাবি করেছে আম আদমি পার্টিও (Aam Aadmi Party)।
গত ২৮ ডিসেম্বর থেকে উত্তর গোয়ার ভাগাটোর সমুদ্র সৈকতে শুরু হয়েছে সানবার্ন ফেস্টিভাল। শনিবার ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভাল শেষ হয়। ওই ফেস্টিভালে শিবের ছবি ব্যবহার করা নিয়েই বিতর্কের সূত্রপাত। শুক্রবার রাতেই গোয়ার কংগ্রেস নেতা বিজয় ভিকে মাপুসা থানায় গিয়ে সানবার্ন ফেস্টিভালের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ জানান।
অন্যদিকে, গোয়ার আম আদমি পার্টির প্রধান অমিত পালেকরও দাবি করেন যে সানবার্ন ফেস্টিভালে শিবের ছবি ব্যবহার করে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। তিনি বলেন, “আমরা দেখেছি যে ওই ফেস্টিভালে শিব শঙ্করের ছবি ব্যবহার করা হয়েছে। এলইডি স্ক্রিনে শিবের ছবি ফ্ল্যাশ করা হচ্ছিল, তার সামনে সকলে মদ খেয়ে নাচছিল।”
আপ নেতা দাবি করেন, সরকারকে ক্ষমা চাইতে হবে সনাতন ধর্মকে এভাবে অপমান করার জন্য। তিনি বলেন, “ইডিএম ফেস্টিভালে, যেখানে মদ্যপান করা হয়, সেখানে ঈশ্বরের ছবি ব্যবহার করা উচিত হয়নি। আমরা পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে সানবার্ন ফেস্টিভালের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেছি।”