Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৮১ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার কমে হল ৬ শতাংশ

| Edited By: | Updated on: Jun 12, 2021 | 11:53 PM

দেশে ক্রমশ কমছে আক্রান্ত ও সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৮৪ হাজার ৩৩২ জন আক্রান্ত হয়েছেন, যা বিগত ৭০ দিনে সর্বনিম্ন সংক্রমণ। অন্যদিকে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০।

Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৮১ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার কমে হল ৬ শতাংশ
ফাইল ছবি

দেশে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন, যা বিগত ৭০ দিনে সর্বনিম্ন সংক্রমণ। তবে ফের বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০-এ। অন্যদিকে কো-উইন পোর্টালে ভ্যাকসিন নিলেই মিলছে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট, আবার অন্যান্য মাধ্যমেও ঘুরে বেড়াচ্ছে অনেক সার্টিফিকেট, বুঝবেন কীভাবে আপনার ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আসল না ভুয়ো? করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Jun 2021 08:43 PM (IST)

    শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৮১ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার কমে হল ৬ শতাংশ

    কলকাতা: ফের একবার রাজ্যের করোনা সংক্রমণের হারে বড় পতন। শুক্রবারের পর শনিবারও পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এল। রাজ্যের এ দিনের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৪  হাজারের নীচে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে। টেস্টের সংখ্যা এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে।

    সবিস্তারে পড়ুন: দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৪ হাজারের নীচে, পজিটিভিটির হার কমে ৬ শতাংশ

    সবিস্তারে পড়ুন: দৈনিক সংক্রমণ ১০-এর নীচে একটি জেলায়, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি কেমন…

  • 12 Jun 2021 02:11 PM (IST)

    অপব্যবহার? মজুত ছিল ১ কোটিরও বেশি টিকা, ব্যবহার হয়েছে স্রেফ ২২ লক্ষ ডোজ়

    COVID Vaccine

    ফাইল চিত্র

    চরম আকাল। হন্যে হয়ে খুঁজেও করোনা প্রতিষেধক (COVID Vaccine) পাচ্ছে না মানুষ। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য উল্টো কথা বলছে। মে মাসে ১ কোটি ৩৯ লক্ষ টিকা পেয়েছিল বেসরকারি হাসপাতালগুলি। তার স্রেফ ২২ লক্ষ ডোজ়ই তারা ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ অব্যবহৃত রয়েছে ১ কোটি ৭ লক্ষ ডোজ়। যার ফলে প্রশ্ন উঠছে, এই অব্যবস্থা হলে দেশের টিকাকরণের গতি বাড়বে কীভাবে?

    বিস্তারিত পড়ুন: অপব্যবহার? মজুত ছিল ১ কোটিরও বেশি টিকা, ব্যবহার হয়েছে স্রেফ ২২ লক্ষ ডোজ়

  • 12 Jun 2021 02:10 PM (IST)

    একলাফে করোনায় মৃত্যুর পরিসংখ্যানে প্রায় ৪,০০০ বৃদ্ধি, উদ্বেগে হাইকোর্ট

    COVID death

    ফাইল চিত্র

    সাড়ে ৫ হাজার নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিহারে (Bihar) মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার জনের। বিহারের স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, মঙ্গলবার অবধিও রাজ্যে মোট মৃতের সংখ্যা দেখানো হচ্ছিল সাড়ে ৫ হাজারের নীচে। হাইকোর্টের চাপে পড়ে তথ্য যাচাই করে বিহারের স্বাস্থ্যমন্ত্রক জানায়, তালিকায় আরও ৩ হাজার ৯৫১ জনের মৃত্যুর নথি যোগ করা হচ্ছে। সেই হলফনামার পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে, বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

    বিস্তারিত পড়ুন: একলাফে করোনায় মৃত্যুর পরিসংখ্যানে প্রায় ৪,০০০ বৃদ্ধি, উদ্বেগে হাইকোর্ট

  • 12 Jun 2021 11:06 AM (IST)

    করোনা দূর করতে তৈরি হল ‘করোনা মাতা’ মন্দির, ধুমধাম করে চলছে পুজো!

    করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারেন একমাত্র ঈশ্বরই। সেই কারণেই উত্তর প্রদেশের প্রতাপগড়ে তৈরি হল করোনা মাতার মন্দির। গ্রামবাসীদের সকলের সহযোগিতাতেই তৈরি হয়েছে এই মন্দির।

  • 12 Jun 2021 11:06 AM (IST)

    আপনার হাতে আসা ভ্যাকসিন সার্টিফিকেট আসল না ভুয়ো, বুঝবেন কীভাবে?

    Certificate

    ওয়েবসাইটের স্ক্রিনশট

    কো-উইন পোর্টালে ভ্যাকসিন (COVID Vaccine) নেওয়ার পর সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। প্রথম ডোজ়ের পর সিঙ্গল ডোজ়ের সার্টিফিকেট। পরবর্তী ডোজ়ের পর সম্পূর্ণ ভ্য়াকসিনেশনের সার্টিফিকেট। সঙ্গে হোয়াটসঅ্যাপ-সোশ্যাল মিডিয়ায়ও ছড়াচ্ছে ভুয়ো সার্টিফিকেট। তাই কোনটা আসল, কোনটা নকল ধরবেন কীভাবে? ধরুন আপনার একটি জিম সেন্টার আছে, সেখানে শুধু টিকাপ্রাপ্তদের এন্ট্রি দিতে চান। সেক্ষেত্রে জাল সার্টিফিকেট দেখিয়ে যে কেউ ঢুকে পড়তে পারেন, অগত্যা করণীয় কী?

    বিস্তারিত পড়ুন: আপনার হাতে আসা ভ্যাকসিন সার্টিফিকেট আসল না ভুয়ো, বুঝবেন কীভাবে?

  • 12 Jun 2021 11:02 AM (IST)

    সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সর্বাধিক চিকিৎসক মৃত্যু বিহারেই

    করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্য়ু হয়েছে বহু চিকিৎসকেরও। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসের প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঢেউয়ে মোট ৭১৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্য়ে ১১১ জন চিকিৎসকই বিহারের। এরপরেই রয়েছে দিল্লির নাম। সেখানে মোট ১০৯ জন চিকিৎসকের মৃত্য়ু হয়েছে সংক্রমণের কারণে।

  • 12 Jun 2021 10:58 AM (IST)

    জম্মু-কাশ্মীরে জারি সপ্তাহন্তে কার্ফু

    করোনা সংক্রমণ রুখতে জম্মু-কাশ্মীরে জারি রয়েছে সপ্তাহ শেষে কার্ফু। ছাড় দেওয়া হয়েছে কেবল অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবার ক্ষেত্রেই।

  • 12 Jun 2021 10:02 AM (IST)

    ২ ডোজ়ের ব্যবধান কমাতে প্রয়োজন গবেষণার, জানাল কেন্দ্র

    ‘আতঙ্কিত হবেন না’, কোভিশিল্ডের ২ ডোজ়ের ব্যবধান নিয়ে সাফাই কেন্দ্রের

    করোনা ভ্যাকসিনের দুটি ডোজ়ের মধ্যে ব্যবধান নিয়ে সাধারণের মনে নানা প্রশ্ন উঠতেই আসরে নামল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, কোভিশিল্ডের দুটি ডোজ়ের মধ্যে ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

    বিস্তারিত পড়ুন: ‘আতঙ্কিত হবেন না’, কোভিশিল্ডের ২ ডোজ়ের ব্যবধান নিয়ে সাফাই কেন্দ্রের 

  • 12 Jun 2021 10:00 AM (IST)

    ২ ডোজ়ের মধ্যে অধিক ব্যবধানে বাড়ে নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সম্ভাবনা, দাবি ফৌসির

    ‘২ ডোজ়ের মধ্যে অতিরিক্ত ব্যবধানে বাড়বে বিপদ’, টিকানীতির ‘ভুল’ খুঁজলেন ফৌসি

    প্রথম ডোজ় প্রয়োগের পর দেহে অ্যান্টিবডি তৈরির সময় দেওয়ার জন্যই ভ্যাকসিনের দুটি ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু এতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার বদলে করোনার নতুন প্রজাতি বা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এমনটাই জানালেন আমেরিকার করোনা চিকিৎসার পরামর্শদাতা ডঃ অ্যান্টনি ফৌসি।

    বিস্তারিত পড়ুন: ‘২ ডোজ়ের মধ্যে অতিরিক্ত ব্যবধানে বাড়বে বিপদ’, টিকানীতির ‘ভুল’ খুঁজলেন ফৌসি

Published On - Jun 12,2021 9:58 AM

Follow Us: