Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coronavirus: দেশ জুড়ে চলছে মকড্রিল, দৈনিক আক্রান্ত ৬ হাজারের নীচে, কোভিডে মৃত্যু ১২ জনের

COVID in India: গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে দিল্লিতে ৪ জন, হিমাচল প্রদেশে ৪ জন এবং গুজরাট, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থানে এক জন করে কোভিড আক্রান্ত প্রাণ হারিয়েছেন।

Coronavirus: দেশ জুড়ে চলছে মকড্রিল, দৈনিক আক্রান্ত ৬ হাজারের নীচে, কোভিডে মৃত্যু ১২ জনের
করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত করা হচ্ছে। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 10:52 AM

নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণ বেড়েছে। শুক্র ও শনিবার তা ৬ হাজার ছাড়ালেও। রবিবার তা নেমেছিল সাড়ে পাঁচ হাজারের নীচে। সোমবার তা রবিবারে থেকে ১০ শতাংশ মতো বাড়লেও তা ৬ হাজারের নীচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮০ জন। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হার প্রায় ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ৬.৯১ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩৫ হাজার ১৯৯ জন।

সব রাজ্যে না বাড়লেও কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ যথেষ্ট বেড়েছে। রবিবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৫ শতাংশ। ৭৮৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সে রাজ্যে। এক জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। ৬৯৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। দিল্লিকে সংক্রমণের হার ২১ শতাংশের বেশি। কেরলে দৈনিক আক্রান্ত সবথেকে বেশি। গুজরাট, হিমাচল প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতেও দৈনিক আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে দিল্লিতে ৪ জন, হিমাচল প্রদেশে ৪ জন এবং গুজরাট, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থানে এক জন করে কোভিড আক্রান্ত প্রাণ হারিয়েছেন।

কোভিডের ক্রমবর্ধমান পরিস্থিতির মোকাবিলা করতে সজাগ কেন্দ্র। সারা দেশে সোমবার মকড্রিল চলবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য নিজে মকড্রিল পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে। হরিয়ানার ঝাঝরে এমসে উপস্থিত থাকবেন তিনি। গত সপ্তাহেই কোভিড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি এই মকড্রিলের নির্দেশ দিয়েছিলেন। কোভিড মোকাবিলার প্রস্তুতির পর্যালোচনা করতেই এই মকড্রিল হবে গোটা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে।